পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতের কলকাতায় বেআইনি পার্কিং রুখতে ফের শুরু হচ্ছে পুলিশ ও পৌরনিগমের যৌথ অভিযান - কলকাতা পৌরনিগম

Illegal parking at night: রাতের কলকাতায় বেআইনি পার্কিং রুখতে ফের শুরু হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ ও কলকাতা পৌরনিগমের যৌথ অভিযান ৷

Illegal parking at night
কলকাতা পৌরনিগম

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:32 PM IST

কলকাতা, 29 নভেম্বর:আপনি কলকাতার বাসিন্দা ? রাতে বাড়ির সামনে রাস্তায় গাড়ি রেখে দেন ? কলকাতা পৌরনিগমে নাইট পার্কিং করার অনুমতি না নিয়ে থাকলে সাবধান । বড়দিনের মরশুমের আগেই, ডিসেম্বরের প্রথম দিক থেকে ফের রাতের শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করছে কলকাতা পৌরনিগম । পৌরনিগমের অনুমতি না থাকলে জরিমানার মুখে পড়তে হবে । পকেট থেকে খসবে মোটা টাকা ।

রাতের শহরে ব্যক্তি মালিকানাধীন বা বাণিজ্যিক গাড়ির বেআইনি পার্কিংয়ের রমরমা । চলতি বছরের প্রথম দিকে পার্কিং ফি নিয়ে নানা টানাপোড়েন চলে । তবে তার মধ্যেই রাতের কলকাতার রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে নাগরিকদের সতর্ক করতে শুরু করেছিল কলকাতা পৌরনিগম । তারা বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে সতর্ক করে নাগরিকদের । সামান্য খরচে নাইট পার্কিংয়ের জন্য কলকাতা পৌরনিগমের পার্কিং বিভাগের থেকে মাসিক বা বার্ষিক অনুমতি নেওয়ার জন্য নাগরিকদের কাছে আবেদন করা হয় । না হলে ন্যূনতম 1000 টাকা জরিমানা তো হবেই, প্রয়োজনে গাড়ি তুলে নিয়ে যাওয়া হতে পারে বলে জানানো হয় । তবে লোকবলের অভাবে রাতের অভিযান শুরু করে উঠেতে পারেনি কলকাতা পৌরনিগমের পার্কিং বিভাগ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রচার চলাকালীন বেশকিছু আবেদন এসেছে । ফলে আর্থিক লাভ হচ্ছিল । তবে কড়া মনোভাব গ্রহণ না করায় তাতে ভাটা পড়ে । তাই সামনের মাসেই অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম । পুলিশের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে । কলকাতা ট্রাফিক পুলিশ ও কলকাতা পৌরনিগমের ইন্সপেক্টররা রাতে বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরবেন । রাস্তায় ব্যক্তি মালিকানাধীন বা বাণিজ্যিক গাড়ি থাকলে তাতে যদি কলকাতা পৌরনিগমের নাইট পার্কিং অনুমতি না থাকে, তাহলে তাকে নোটিশ দেওয়া হবে । নোটিশ দিয়ে বলা হবে নাইট পার্কিং অনুমতি নেওয়ার জন্য । এর পর দ্বিতীয় বার অভিযানে অনুমতি পাওয়া স্টিকার না দেখা গেলে জরিমানা করা হবে ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "আমাদের লক্ষ্য, রাতের শহরে যথেচ্ছ ভাবে বেআইনি পার্কিং আটকানো । সামান্য টাকায় আমরা রাতে নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখার অনুমতি দিয়ে থাকি । যাঁদের গ্যারাজ নেই তাঁরা সেখানে রাখবেন । কিন্তু অনুমতি নেওয়া বাধ্যতামূলক । না হলে কম করে 1000 টাকা জরিমানা গুনতে হবে । গোটা শহর জুড়েই এই অভিযান শুরু হচ্ছে ।"

উল্লেখ্য, মাসে মাত্র 500 টাকা বা বছরে 6000 টাকার বিনিময়ে বাড়ির কাছের রাস্তার নির্দিষ্ট জায়গায় রাতে গাড়ি রাখার অনুমতি মেলে পৌরনিগমের থেকে ।

আরও পড়ুন:

  1. শহরের পথে গাড়ি পার্কিং এজেন্সিদের তোলাবাজি চলছে রমরমিয়ে, চোখ বন্ধ প্রশাসনের
  2. গাছ কাটতে দেখলেই গ্রেফতার করুন, পরিবেশ বাঁচাতে বদ্ধপরিকর মেয়র ফিরহাদ
  3. কর ফাঁকির বিরুদ্ধে কড়া পৌরনিগম, খেলাপির সম্পত্তি নিলামে 19 কোটি কোষাগারে!

ABOUT THE AUTHOR

...view details