কলকাতা, 29 নভেম্বর:আপনি কলকাতার বাসিন্দা ? রাতে বাড়ির সামনে রাস্তায় গাড়ি রেখে দেন ? কলকাতা পৌরনিগমে নাইট পার্কিং করার অনুমতি না নিয়ে থাকলে সাবধান । বড়দিনের মরশুমের আগেই, ডিসেম্বরের প্রথম দিক থেকে ফের রাতের শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করছে কলকাতা পৌরনিগম । পৌরনিগমের অনুমতি না থাকলে জরিমানার মুখে পড়তে হবে । পকেট থেকে খসবে মোটা টাকা ।
রাতের শহরে ব্যক্তি মালিকানাধীন বা বাণিজ্যিক গাড়ির বেআইনি পার্কিংয়ের রমরমা । চলতি বছরের প্রথম দিকে পার্কিং ফি নিয়ে নানা টানাপোড়েন চলে । তবে তার মধ্যেই রাতের কলকাতার রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে নাগরিকদের সতর্ক করতে শুরু করেছিল কলকাতা পৌরনিগম । তারা বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে সতর্ক করে নাগরিকদের । সামান্য খরচে নাইট পার্কিংয়ের জন্য কলকাতা পৌরনিগমের পার্কিং বিভাগের থেকে মাসিক বা বার্ষিক অনুমতি নেওয়ার জন্য নাগরিকদের কাছে আবেদন করা হয় । না হলে ন্যূনতম 1000 টাকা জরিমানা তো হবেই, প্রয়োজনে গাড়ি তুলে নিয়ে যাওয়া হতে পারে বলে জানানো হয় । তবে লোকবলের অভাবে রাতের অভিযান শুরু করে উঠেতে পারেনি কলকাতা পৌরনিগমের পার্কিং বিভাগ ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রচার চলাকালীন বেশকিছু আবেদন এসেছে । ফলে আর্থিক লাভ হচ্ছিল । তবে কড়া মনোভাব গ্রহণ না করায় তাতে ভাটা পড়ে । তাই সামনের মাসেই অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম । পুলিশের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে । কলকাতা ট্রাফিক পুলিশ ও কলকাতা পৌরনিগমের ইন্সপেক্টররা রাতে বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরবেন । রাস্তায় ব্যক্তি মালিকানাধীন বা বাণিজ্যিক গাড়ি থাকলে তাতে যদি কলকাতা পৌরনিগমের নাইট পার্কিং অনুমতি না থাকে, তাহলে তাকে নোটিশ দেওয়া হবে । নোটিশ দিয়ে বলা হবে নাইট পার্কিং অনুমতি নেওয়ার জন্য । এর পর দ্বিতীয় বার অভিযানে অনুমতি পাওয়া স্টিকার না দেখা গেলে জরিমানা করা হবে ।