কলকাতা, 19 এপ্রিল: বিগত 15 দিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 382 জন । যার মধ্যে 81 জনের উপসর্গ রয়েছে । রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাস্ক পড়া ও স্যানিটাইজার ব্যবহার করার । নিয়ম মেনে হাত ধুতে হবে । বজায় রাখতে হবে সামাজিক দূরত্ববিধি ৷ বুধবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ, স্বাস্থ্য উপদেষ্টা শান্তনু সেন । মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুসারে কলকাতা কর্পোরেশন নির্দেশিকা জারি হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এদিন করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । সেখানে সিদ্ধান্ত হয়েছে বাজার এলাকায় মাইকিং ও প্রচার করা হবে মাস্ক পড়ার জন্য । অন্যদিকে সরকারি অফিসে বাধ্যতামূলক কর্মীদের মাস্ক পড়া । পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে । বাজার এলাকায় মাস্ক দেওয়া হবে পৌরসভার তরফে ৷ যাতে নাগরিকরা চাইলেই ব্যবহার করতে পারেন মাস্ক ।