পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরনিগমের ভিতরে বিক্ষোভ পৌরকর্মীদের, বাইরে কোলাহল সাধারণ মানুষের

কোরোনা সংক্রমণ রুখতে উপযুক্ত নির্দেশিকার দাবিতে বিক্ষোভ কলকাতা পৌরনিগমের জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগে ৷ পালটা পরিষেবার দাবিতে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷

By

Published : Jun 8, 2020, 4:40 PM IST

kmc
kmc

কলকাতা, 8 জুন : কর্মীদের 100 শতাংশ উপস্থিত থাকতে হবে এই মর্মে শনিবার নির্দেশিকা জারি করেছিল কলকাতা পৌরনিগম৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতে পৌরনিগমে কাজকর্ম কীভাবে চলবে তা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দশিকা দেওয়া হয়নি ৷ এই পরিস্থিতিতে আজ অধিকাংশ কর্মী পৌরনিগমে উপস্থিত থাকলেও কাজে যোগদান করতে নারাজ তাঁদের একাংশ ৷ কোরোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে, উপযুক্ত নির্দেশিকার দাবিতে আজ পৌরনিগমের জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগে বিক্ষোভ দেখান কর্মীরা । পরিষেবার দাবিতে পৌরনিগমের বাইরে পালটা বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷ প্রায় 45 মিনিট ধরে চলে বিক্ষোভ ৷ একাংশ পৌরকর্মীদের দাবি, সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে কলকাতা পৌরনিগমের সদর দপ্তরের জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের বাইরে । আজও বহু মানুষ এসে ভিড় করেছে । এই পরিস্থিতিতে কীভাবে সামাজিক দূরত্ব বজায় থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা ৷

পৌরনিগম সূত্রে খবর, আজ কলকাতা পৌরনিগমে কর্মী উপস্থিতির হার 80 শতাংশের বেশি । পৌরনিগমের জন্ম-মৃত্যু বিভাগের কর্মীরা জানিয়েছেন, পৌরনিগমের তরফে 100 শতাংশ উপস্থিতির যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাঁর ভিত্তিতেই আজ তাঁরা পৌরনিগমে উপস্থিত হয়েছেন । তাঁদের দাবি, উপস্থিতির জন্য নির্দেশিকা জারি করা হলেও কোনও ওয়ার্কিং অর্ডার জারি করা হয়নি । কোরোনা পরিস্থিতিতে কর্মীরা কীভাবে কাজ করবেন তা নিয়েও স্পষ্ট করে কোন নির্দেশিকা দেওয়া হয়নি পৌরনিগমের কর্মীদের । এই পরিস্থিতিতে সংশয় প্রকাশ করে কর্মীদের একাংশ জানিয়েছেন, পৌরনিগমের জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন ৷ তাঁদের থেকে আবেদন পত্র গ্রহণ করা হয় ৷ এই ভাবে চলতে থাকলে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ৷ নির্দিষ্ট নির্দেশিকা ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় ৷ এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট নির্দেশিকা না দেওয়া পর্যন্ত পৌরনিগমে উপস্থিত থাকবেন কিন্তু কাজ করবেন না বলে জানিয়েছেন কর্মীদের একাংশ ।

এর জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকেও ৷ আজ পৌরনিগমে জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদনের জন্য যাঁরা এসেছিলেন তাঁদের সমস্যায় পড়তে হয় । পরিষেবা না পেয়ে তাঁরাও বিক্ষোভ দেখান ৷ পৌরনিগমের জন্ম ও মৃত্যু বিভাগে তরফে তাঁদের আবেদনপত্রগুলি ড্রপবক্সে জমা করতে বলা হয় ৷ সেই সঙ্গে জানানো হয়, আবেদনপত্রগুলি স্যানিটাইজ় করার পর সেগুলি গ্রহণ করা হবে ৷ তারপর একে একে শংসাপত্র নেওয়ার জন্য আবেদনকারীদের ফোন করে আসাতে বলা হবে ৷ এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

ABOUT THE AUTHOR

...view details