পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন কার্ড না থাকলেও মিলতে পারে খাদ্যসামগ্রী, উদ্যোগ কলকাতা পৌরনিগমের - রেশন কার্ড

রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । কিন্তু এমন অনেকেই আছে যাঁদের রেশন কার্ড নেই । এবার তাঁদের জন্য ভাবনাচিন্তা করছে কলকাতা পৌরনিগম ।

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম

By

Published : May 12, 2020, 1:27 PM IST

কলকাতা, 12 মে : লকডাউনে বেশিরভাগ মানুষেরই রোজগার বন্ধ । তাই রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । কিন্তু এমন অনেকেই আছেন যাঁদের রেশন কার্ড নেই । এবার তাঁদের জন্য ভাবনাচিন্তা করছে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যে পৌরনিগমের তরফে নতুন ফর্ম তৈরি করা হয়েছে । এই ফর্মের মাধ্যমে যাঁদের রেশন কার্ড নেই তাঁরাও রেশনের জন্য আবেদন করতে পারবেন ।

গতকাল দ্বিতীয়বারের জন্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । সেই বৈঠকে রেশন বণ্টনের ব্যবস্থা নিয়ে বোরো কো-অর্ডিনেটরদের সঙ্গে আলোচনা করে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয় । বৈঠকে যাঁদের রেশন কার্ড নেই তাঁদের বিষয়েও আলোচনা করা হয় । এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, যাঁদের রেশন কার্ড নেই তাঁদেরও খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হবে ।

ফিরহাদ হাকিম জানান, লকডাউনের ফলে বহু মানুষ আর্থিক সমস্যায় পড়েছেন । তাই অনেকেই রেশনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন । কিন্তু অনেকেরই রেশন কার্ড নেই বা যে কার্ড আছে তাতে খাদ্যসামগ্রী মিলবে না । তাই তাঁরাও যাতে রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে । ইতিমধ্যে বোরো কো-অর্ডিনেটরদের সংশ্লিষ্ট এলাকার আর্থিক সংকটে রয়েছে এমন মানুষের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে । একইসঙ্গে যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন অথচ তা বাতিল হয়ে গেছে তাঁদেরও একটি নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details