পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্বোধন হলেও চালু হল না জোড়া পুকুর পাম্পিং স্টেশন - Kolkata Municipal Corporation

সূত্রের খবর, কলকাতা পৌরনিগমের আর্থিক মন্দার কারণে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে জোড়াবাগান পাম্পিং স্টেশনের কাজ ।

জোড়া পুকুর পাম্পিং স্টেশন
জোড়া পুকুর পাম্পিং স্টেশন

By

Published : Jul 16, 2021, 8:00 PM IST

কলকাতা, 16 জুলাই : পাম্পিং স্টেশনে নেই পাম্প । নিকাশি নালার কাজ এখনও বিস্তর বাকি । জোড়াবাগান পাম্পিং স্টেশনের কাজ শেষ হওয়ার আগেই হয়ে উদ্বোধন হয়ে গিয়েছে । ঘটা করে শিলান্যাসও করা হয়েছে । উদ্বোধন হয়ে গেলেও এখনও জোড়া পুকুর পাম্পিং স্টেশনের জল নিষ্কাশনের কাজ শুরু হল না ।

নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি পাম্পিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে । এমনই অভিযোগ উঠছে কলকাতা পৌরনিগমের দিকে । এই পাম্পিং স্টেশন তৈরি করার জন্য বরাত দেওয়া হয়েছিল ম্যাকিনটোশ বার্ন লিমিটেডকে । বকেয়া না পাওয়াতে এই নির্মাণ সংস্থা পাম্পিং স্টেশন তৈরির কাজ বন্ধ করে দেয় মাঝপথে । প্রায় 16 কোটি টাকা বকেয়া রয়েছে এই সংস্থার ।

পাম্পিং স্টেশনে এখনও 40 শতাংশ ওপর কাজ বাকি রয়েছে । খাতায়-কলমে পাম্পিং স্টেশনটির কাজ শেষ হয়ে গেলেও সম্পূর্ণভাবে পাম্পিং স্টেশনটি কাজ শেষ হতে অন্তত আরও এক বছর সময় লাগবে । কলকাতা পৌর নিগমের ভাঁড়ার ঘর খালি । তাই এই কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে । 25 কোটি টাকার কাজ হয়েছে । বকেয়া অর্থ না পেলে নির্মাণ সংস্থা কাজ শুরু করবে না । সূত্রের খবর, কলকাতা পৌরনিগমের আর্থিক মন্দার কারণে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে জোড়াবাগান পাম্পিং স্টেশনের কাজ ।

এই পাম্পিং স্টেশন শুরু হলে 94, 95, 96,97 ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ সুবিধা পাবে । বেশ কিছু এলাকা জল জমার সমস্যা থেকে রেহাই পাবে । একটু ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এই বিস্তীর্ণ এলাকা । এ বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ম্যাকিনটোশ বার্নের সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে । ওদের বকেয়া অর্থ দিতে পারলে ওরা কাজ সম্পূর্ণ করে দেবে ।

বোরো চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর তপন দাশগুপ্ত জানিয়েছেন, নির্মাণ সংস্থার সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে । নির্মাণ সংস্থা জানিয়েছে বকেয়া অর্থ না পেলে তারা কাজ শুরু করবে না । তবে কাজ শেষ না হওয়ার আগে কেন উদ্বোধন করা হল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details