কলকাতা, 28 ফেব্রুয়ারি: স্যাটেলাইট হেলথ সেন্টার গড়তে জমি চেয়ে আবাসন দফতরকে চিঠি দিল কলকাতা পৌরনিগম ৷ বিপুল জনসংখ্যার এই মহানগরে প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরাতে তৎপর হয়েছে পৌরপ্রশাসন ৷ 144টি ওয়ার্ডের প্রতিটিতে তৈরি হচ্ছে স্যাটেলাইট হেলথ সেন্টার ৷ আর তা তৈরিতে মূল বাধা জমির অভাব ৷ তাই কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সরকারি আবাসনের অব্যবহৃত জমি চেয়ে রাজ্যের আবাসন দফতরের কাছে চিঠি দিল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ (Kolkata Municipal Corporation to build Satellite Health centre in every ward of Kolkata) ৷
এই স্যাটেলাইট হেলথ সেন্টার দু'ধাপে হবে ৷ প্রথম ধাপে হবে 59টি এবং পরের ধাপে 48টি ৷ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে 28টি স্যাটেলাইট হেলথ সেন্টারের কাজ চলছে ৷ এর মধ্যে সবেমাত্র দু'টি সেন্টারের সূচনা হয়েছে ৷ বাকিগুলো করতে আর্থিক সহায়তা ধাপে ধাপে মিললেও চিন্তার কারণ জায়গা ৷ সব ওয়ার্ডে হেলথ সেন্টার তৈরির মতো স্থান কলকাতা পৌরনিগমের কাছে নেই ৷ এমনকী কেনার মতো অর্থও নেই ৷ তাই পৌর স্বাস্থ্যকর্তারা বিকল্প উপায় ভেবে বার করেছেন ৷