কলকাতা , 28 মে : করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ রাজ্যের সরকারি বিদ্যালয় গুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের দেওয়া হবে করোনার টিকা ৷
আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে টিকাকরণের কাজ ৷ জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করেন ৷ ওই দিনই, ভার্চুয়াল বৈঠকে টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ হাকিম ৷
ওই একই দিনে কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে করোনার টিকাকরণের জন্য আবেদন করতে হবে ৷ তাহলে পৌরনিগমের কর্মীরা সেই স্কুল গিয়ে কর্মীদের করোনার টিকা দিয়ে আসবে ৷