পশ্চিমবঙ্গ

west bengal

শিক্ষক ও অশিক্ষক কর্মীদের করোনার টিকা দেবে কলকাতা পৌরনিগম

By

Published : May 28, 2021, 9:31 AM IST

করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ করোনার টিকা দেওয়া হবে শিক্ষক ও অশিক্ষক কর্মী সহ আইনজীবী এবং নির্মাণ কর্মীদের ৷

latest news of Kolkata Municipal Corporation
latest news of Kolkata Municipal Corporation

কলকাতা , 28 মে : করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ রাজ্যের সরকারি বিদ্যালয় গুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের দেওয়া হবে করোনার টিকা ৷

আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে টিকাকরণের কাজ ৷ জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করেন ৷ ওই দিনই, ভার্চুয়াল বৈঠকে টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ হাকিম ৷

ওই একই দিনে কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে করোনার টিকাকরণের জন্য আবেদন করতে হবে ৷ তাহলে পৌরনিগমের কর্মীরা সেই স্কুল গিয়ে কর্মীদের করোনার টিকা দিয়ে আসবে ৷

প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকাকরণের সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম

আরও পড়ুন :যশ বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আজ রাজ্যে প্রধানমন্ত্রী

সেই সঙ্গে এই টিকাকরণের আওয়ায় আনা হয়েছে আইনজীবীদেরও ৷ বার কাউন্সিলের সঙ্গে যুক্ত আইনজীবীরা পাবেন এই সুবিধা ৷

একই সঙ্গে করোনার টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে নির্মাণ কর্মীদের জন্যও ৷ সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হবে কনস্ট্রাকশনের কাজের সঙ্গে নিযুক্ত নির্মাণ কর্মীদের ৷ সংশ্লিষ্ট থানা থেকে সার্টিফিকেট নিয়ে পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রে গেলেই মিলবে করোনার টিকা ৷

করোনা টিকাকরন নিয়ে বড় ঘোষণা অতীন ঘোষের

আপাতত কলকাতা পৌরনিগমের 102 টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে কোভিশিল্ডের প্রথম ডোজ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details