পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC New Initiative: নিকাশি নালার হাল জানতে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত কর্পোরেশনের - CC Camera

ভূগর্ভস্থ নিকাশি নালা পরিষ্কার করতে সিসি ক্যামেরা ব্যবহার করতে চলেছে কর্পোরেশন ৷ নালা থেকে সঠিকভাবে পলি তোলা হয়েছে কি না তা দেখতেই ক্যামেরার ব্যবহার হবে বলে জানা গিয়েছে।

KMC
সিসি ক্যামেরা

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 9:53 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: নিরাপত্তার স্বার্থে বা অন্য কোনও নজরদারি করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা ব্যবহৃত হয়। এবার প্রথম মাটির নীচে নিকাশি নালার হাল হকিকত জানতে এই ধরনের নজরদারি ক্যামেরার ব্যবহার হবে। ভূগর্ভস্থ নিকাশি নালায় সঠিকভাবে পলি তোলা হচ্ছে কি না সেটা সিসি ক্যামেরার সাহায্যে দেখবেন নিকাশি বিভাগের আধিকারিকরা।

আগামিকাল, বৃহস্পতিবার গার্ডেনরিচের একটি নিকাশি নালায় প্রথম সিসি ক্যামেরা নামিয়ে খতিয়ে দেখা হবে সমস্ত কর্মকাণ্ড। পলি কতটা ছিল আর সেটা পুরোপুরি তুলে নালা খালি করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। ভূগর্ভস্থ নিকাশি নালা পরিষ্কার করতে এমন উদ্যোগ কলকাতায় প্রথম।কর্পোরেশন সূত্রে জানা যাচ্ছে, নালা পরিষ্কারের আগে একবার সিসি ক্যামেরা ঢুকিয়ে ছবি করা হবে। তারপর কাজ শেষে ফের ছবি দেখা হবে। তাহলে আর কাজ নিয়ে ধোঁয়াশা থাকবে না।

গার্ডেনরিচে 200 মিটার নিকাশি নালা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। সেখানেই সিসি ক্যামেরা নামিয়ে দেখা হবে কাজ কেমন হয়েছে। এখন থেকে সব জায়গায় পলি তোলার কর্মকাণ্ড সিসি ক্যামেরায় নজরদারি করা হবে। কলকাতা পৌরনিগম আর মহেশতলা পৌরসভার সীমান্ত এলাকায় এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। নিকাশি নালার জল মহেশতলা পুর অঞ্চলের খালগুলিতে গিয়ে পড়ে। কম-বেশি 16 কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি নালা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন।

আপাতত আগামিকাল প্রায় 700-800 মিটার নিকাশি পাইপ থেকে পলি তোলার কাজ হবে। পরবর্তীতে ধাপে ধাপে 7টি রাস্তার ভূগর্ভস্থ নালার পলি তুলে সাফাই করবে। রাস্তাগুলি হল, পুদিরহাটি থেকে সন্তোষপুর পাম্পিং স্টেশন। নেচার পার্ক থেকে মণিখাল। সুফি কাঠগোলা থেকে মণিখাল। গান্ধি ময়দান থেকে সন্তোষপুর পাম্পিং স্টেশন। মাদার ডেয়ারি ক্যাম্পাস থেকে সন্তোষপুর পাম্পিং স্টেশন। ট্রেঞ্চিং গ্রাউন্ড থেকে সন্তোষপুর পাম্পিং স্টেশন। নটু বিহারী গার্লস স্কুল থেকে পুদিরহাটি পাম্পিং স্টেশন।

এই নয়া পদ্ধতিতে এক ক্লিকেই মাটির নিচে নিকাশি পাইপের অবস্থা ফুটে উঠবে স্ক্রিনে। কাজ হলে উপকৃত হবেন কলকাতার পাঁচটি ওয়ার্ডের বাসিন্দা। সেগুলি হল 133, 135, 136, 139 এবং 140। কলকাতার পাশাপাশি মহেশতলার 1 থেকে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, "নালা থেকে পলি তোলার কাজ কতটা সঠিকভাবে হয়েছে তার নজরদারি এবার সিসি ক্যামেরা ঢুকিয়ে করা হবে। পাইপের ভিতর ঢোকা সম্ভব নয়। ফলে পলি তলার কাজ সঠিক করেছে কি না, সিসি ক্যামেরায় নজরদারি চালালেই চোখের সামনে ছবি ফুটে উঠবে।"

আরও পড়ুন:প্রতি বছর নাগরিকদের বাড়বে 5 শতাংশ করে কর, নিয়ম লাগু কেএমসি'র

ABOUT THE AUTHOR

...view details