পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ladies Toilet : নির্বাচনী ইস্তাহার বাস্তবায়ন, কলকাতা পৌরনিগমের প্রতি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয় - kolkata Municipal Corporation will construct ladies toilets in 144 wards

নির্বাচনে প্রকাশিত ইস্তাহার অনুযায়ী কাজ শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ কাউন্সিলরদের কাছে চিঠি পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই ৷ প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচাগার তৈরি কেবল সময়ের অপেক্ষা বলছে শাসকদল (Ladies Toilet at KMC) ৷

kolkata
10 দিগন্ত প্রকাশ

By

Published : Feb 9, 2022, 1:26 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগম নির্বাচনের সময় '10 দিগন্ত' নামে ইস্তাহার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ৷ যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ফের কলকাতা পৌর বোর্ড গঠনের দায়িত্ব পেলে একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে ৷ যার মধ্যে একটি ছিল পৌরনিগমের 144টি ওয়ার্ডেই মহিলাদের জন্য স্নানাগার-সহ একটি বিশেষ শৌচালয় তৈরি ৷ সেই প্রতিশ্রুতি পূরণে এবার কাজ শুরু করল কলকাতা পৌরনিগম (KMC Update News) ৷

ইতিমধ্যেই এই বিশেষ শৌচালয় তৈরির জায়গা চেয়ে পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার । তাঁর কথায়, কলকাতা পৌরনিগমের আগে দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় '10 দিগন্ত' নামে একটি ইস্তাহার প্রকাশ করেন (Election Manifesto 10 Diganta of TMC) ৷ যার মধ্যে ছিল বিশেষত মহিলাদের জন্য প্রতিটি ওয়ার্ডে স্নানাগার-সহ একটি বিশেষ শৌচালয় তৈরি করা ৷

কলকাতায় নির্বাচনী ইস্তাহার 10 দিগন্ত নিয়ে যা বললেন দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

এর জন্য প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে চিঠি দিয়ে জানাতে বলা হয়েছে তাঁদের এলাকায় সরকারি জায়গার কথা যেখানে শৌচালয় গড়ে তোলা যাবে ৷ এর মধ্যেই বেশ কিছু কাউন্সিলর জায়গার নাম দিয়ে মার্কিং করে চিঠি দিয়েও দিয়েছেন ৷ এবার সেখানে অফিসাররা গিয়ে ড্রয়িং করে অনুসন্ধান করার পর কাজ শুরু করা হবে ৷"

আরও পড়ুন :TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’

ABOUT THE AUTHOR

...view details