কলকাতা, 9 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগম নির্বাচনের সময় '10 দিগন্ত' নামে ইস্তাহার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ৷ যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ফের কলকাতা পৌর বোর্ড গঠনের দায়িত্ব পেলে একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে ৷ যার মধ্যে একটি ছিল পৌরনিগমের 144টি ওয়ার্ডেই মহিলাদের জন্য স্নানাগার-সহ একটি বিশেষ শৌচালয় তৈরি ৷ সেই প্রতিশ্রুতি পূরণে এবার কাজ শুরু করল কলকাতা পৌরনিগম (KMC Update News) ৷
ইতিমধ্যেই এই বিশেষ শৌচালয় তৈরির জায়গা চেয়ে পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার । তাঁর কথায়, কলকাতা পৌরনিগমের আগে দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় '10 দিগন্ত' নামে একটি ইস্তাহার প্রকাশ করেন (Election Manifesto 10 Diganta of TMC) ৷ যার মধ্যে ছিল বিশেষত মহিলাদের জন্য প্রতিটি ওয়ার্ডে স্নানাগার-সহ একটি বিশেষ শৌচালয় তৈরি করা ৷