পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোরো 5-এ পানীয় জলই হাতিয়ার তৃণমূল-BJPর - কলকাতা পৌরনিগমের ভোট 2020

কলকাতা পৌরনিগমের ৫ নম্বর বোরোর মূল সমস্যা নিকাশি এবং পানীয় জল । এমনটাই অভিযোগ জানাচ্ছে এলাকার বাসিন্দারা । সে কথা স্বীকার করে নিয়েছেন বোরো চেয়ারম্যান তৃণমূলের অপরাজিতা দাশগুপ্ত । আগামী দিনে কর্পোরেশন নির্বাচনে জিতে এলাকায় উন্নত জল সরবরাহের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন চেয়ারম্য়ান।

water is main issue of borough 5
পানীয় জলই হাতিয়ার তৃণমূল-BJPর

By

Published : Mar 10, 2020, 8:58 PM IST

Updated : Mar 11, 2020, 8:57 PM IST

কলকাতা, 10 মার্চ : জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, এলাকার পরিচ্ছন্নতা। মূলত এসব ইশু নিয়ে স্থানীয় স্তরের ভোট হয়। অর্থাৎ, পঞ্চায়েত বা পৌরভোট। 5 বছরে বিভিন্ন পৌরবোর্ড কেমন কাজ করেছে তার মূল্যায়ন হবে এবার। কারণ, সামনেই পৌরভোট। ভাগ্য নির্ধারণ হবে শতাধিক পৌরবোর্ডের। এমন একটা সময়ে বিভিন্ন বোরো-ওয়ার্ড কেমন কাজ করেছে তা নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিনিধিদের মতামত নিচ্ছে ETV ভারত। প্রকাশিত হচ্ছে প্রতিবেদন। আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে কলকাতা পৌরনিগমের 5 নম্বর বোরো।

মূলত 11টি ওয়ার্ড নিয়ে গঠিত বোরো পাঁচ। 36, 37, 40, 41, 42, 43,44, 45, 48, 49 এবং 50। এর মধ্যেই পড়ে সূর্য সেন স্ট্রিট, শিয়ালদহ, বড়বাজার, ক্যানিং স্ট্রিট, কলেজ স্ট্রিট, বৌবাজার সহ বিস্তীর্ণ এলাকা । 5 নম্বর বোরোর মূল সমস্যা নিকাশি এবং পানীয় জল । তেমনটাই বলছেন একাংশ স্থানীয়। এলাকার বাসিন্দা গণেশ ধাড়ার মতে, "জলের একটু সমস্যা আছে। এর সমাধান হল ভালো হত। এলাকাটা একটু পরিচ্ছন্ন থাকলেও ভালো হয়।" অপর এক স্থানীয় অভিজিতের কথায়, "48 নম্বর ওয়ার্ডে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারেন না। ফুটপাথ দখল করে যেসব দোকানপাট রয়েছে বা যাঁরা বসবাস করছেন, তাঁদের নিয়ে কাউন্সিলরের চিন্তাভাবনা করা দরকার। জল ঠিকমতো পাওয়া যায় না। অল টাইম জল পাওয়া গেলে ভালো হয়। বিদ্যুতের অনেক অপচয় হচ্ছে । যেখানে যেটা দরকার সেখানে সেটা দিলেই ভালো হয়।"

এখানকার অন্যতম সমস্যা নিকাশি। তা স্বীকার করে নিয়েছেন বোরো চেয়ারম্যান তৃণমূলের অপরাজিতা দাশগুপ্ত। তাঁর কথায়, "বোরো-5 এর মূল সমস্যা খুব বৃষ্টি হলে কোথাও কোথাও একটু জল জমে যায়।" এখানকার কোলে মার্কেট নিয়েও অভিযোগ রয়েছে। কেউ কেউ বলেন এই মার্কেট খুব একটা পরিষ্কার থাকে না। এপ্রসঙ্গে বোরো চেয়ারম্যান বলছেন, "প্রতিদিন সকালে কনজারভেন্সি হয়। দুপুরও 100 দিনের কর্মীরা পরিষ্কার করেন। শিয়ালদা ফ্লাইওভার থেকে ডক্টর অমল রায়চৌধুরি লেন পর্যন্ত প্রায় 24 ঘণ্টায় বাজার বসে। যাঁরা বাজার নিয়ে বসেন, তাঁরা জিনিসপত্র ফেলে যান। হকাররা এমনভাবে বসেন যে পুলিশকে বলেও কাজ হয় না।"

জায়গার অভাবে কমিউনিটি হল এবং একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা যায়নি বলে আক্ষেপ করেছেন বোরো চেয়ারম্যান। তবে তিনি জানান, "স্থানীয় শ্রদ্ধানন্দ পার্কে নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। ওই স্বাস্থ্যকেন্দ্রের উপরেই নতুন একটি কমিউনিটি হল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" আরও বলেন, "বেআইনি নির্মাণ বোরো পাঁচে আটকানো গেছে । উত্তর-মধ্য কলকাতার এই অঞ্চলে প্রচুর পুরানো বাড়ি রয়েছে । রয়েছে বিপজ্জনক বাড়ি। কর্পোরেশন সাধারণ মানুষকে সহযোগিতা করে পুরানো বাড়ি সুন্দরভাবে সংস্কার করে দিতে পারে।"

এই বোরোকে VIP বোরো বলছেন তিনি। কারণ, শিয়ালদা স্টেশন, বিধানসভা, টাউন হল, হাইকোর্ট, রাজভবন এসবই 5 নম্বর বোরোরই অন্তর্গত। আগামী দিনে কর্পোরেশন নির্বাচনে জিতে এলাকায় উন্নত জল সরবরাহের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন চেয়ারম্য়ান।

তবে এলাকার একাধিক পরিষেবা নিয়ে অভিযোগ জানিয়েছেন বিরোধী নেতা তথা BJP-র উত্তর কলকাতা জেলার সক্রিয় কর্মী ভোলাপ্রসাদ সোনকার। বলেন, "বোরো 5-এর মধ্যে 42 ও 45 নম্বর ওয়ার্ড খুবই বঞ্চিত হয়েছে। এই দুটি ওয়ার্ডে একটিও কমিউনিটি হল নেই। এই বোরোয় কোনও স্বাস্থ্যব্যবস্থা নেই। স্ট্র্যান্ড রোড সহ বেশ কয়েকটি রাস্তায় রাতে আলো পড়ে না। 45 নম্বর ওয়ার্ডে এখনও 4 ফুট গর্ত বানানো আছে। বালতি ঢুকিয়ে জল তুলতে হয়। ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় এখনও জল জমে। সেরকম কোনও কাজ হয়নি।" কাজের নিরিখে পাঁচ নম্বর বোরোকে একশোর মধ্যে মাত্র পঁয়ত্রিশ নম্বর দেবেন তিনি।

যদিও কোলে মার্কেটের অধিকর্তা বাবলু কোলে বলেন, "এখানে পরিষেবার কোনও অসুবিধা হয় না। একশোয় 80-90 পাওয়া উচিত।"

নম্বর তো দেবেন ভোটাররা। কিছুদিন পরেই। তবে লোকসভা নির্বাচনে BJP-র প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল প্রায় হাজার ভোটে পিছিয়ে রয়েছে এই বোরোর একাধিক ওয়ার্ড। যদিও বোরো চেয়ারম্যানের দাবি, পরিস্থিতি অনেকটাই বদলেছে। লোকসভা নির্বাচনের নিরিখে কর্পোরেশন বা বিধানসভা নির্বাচন হবে না।

Last Updated : Mar 11, 2020, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details