পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : আলাদা আলাদা নয়, এক ছাদের নিচেই পৌরভোটের গণনা, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

19 ডিসেম্বর রাজ্যের কলকাতা পৌরনিগমের নির্বাচন ৷ 21 ডিসেম্বর ভোটগণনা হবে একটি জায়গায় এবং কোনও মহিলা ভোটকর্মী থাকছেন না, জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ (Kolkata Municipal Corporation vote counting news)

vote counting at one Centre
পৌরভোটে প্রথমবার গণনা একটি কেন্দ্রে

By

Published : Nov 28, 2021, 9:46 AM IST

কলকাতা, 28 নভেম্বর: কলকাতা পৌর নির্বাচনে এই প্রথম ভোটগণনা হবে এক ছাদের নিচে (Kolkata Municipal Corporation vote counting at one Centre)। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে (State Election Commission)।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মিউনিসিপ্যাল অ্যাক্ট বা আইন (West Bengal Municipal Act) অনুযায়ী ভোটগণনা হয় প্রত্যেক বুথে অথবা বরোতে। তবে এবার 21 ডিসেম্বর বুথে নয়, একটি কেন্দ্রেই হবে ভোট কাউন্টিং । এর আগে 2015-য় প্রত্যেক বরোতেই (Borough Vote Counting) ভোট গণনা করা হয়েছিল ।

আরও পড়ুন : KMC Election 2021 : বামেদের জোট প্রস্তাবে সায় না-দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

এবারের পুরসভা নির্বাচনে মোট ভোট কর্মী থাকছেন 27 হাজার 40 জন । রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের ভোটের কাজে নিযুক্ত করা হবে । এমনকি অন্যান্য জেলা থেকেও আনা হবে সরকারি কর্মীদের ৷ সাধারণত যতজন ভোটকর্মীর প্রয়োজন হয়, তার চেয়ে প্রায় 30% বেশি কর্মী ধরে এই সংখ্যা স্থির করা হয়েছে ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আসন্ন পুরভোটে থাকছেন না কোনও মহিলা ভোটকর্মী । একদিকে সংক্রমণ, অন্যদিকে ভোট হবে একটিই পুরসভায় । তাই শুধুমাত্র পুরুষ ভোট কর্মীদের নিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details