পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC on Dilapidated Roads: 15 দিন অন্তর খারাপ রাস্তার তালিকা দিন, পুলিশকে আবেদন কলকাতা পৌরনিগমের - Kolkata Roads in bad condition Latest News

দুর্গাপুজো এগিয়ে আসছে ৷ প্রতি বছর পুজোর আগে কলকাতা পুলিশ বেহাল রাস্তার তালিকা পাঠায় কলকাতা পৌরনিগমের কাছে ৷ এবার লালবাজারকে পনেরো দিন অন্তর দুর্দশাগ্রস্ত রাস্তার তালিকা পাঠানোর অনুরোধ জানাল কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম

By

Published : Jul 6, 2023, 12:42 PM IST

কলকাতা, 6 জুলাই: প্রতি পনেরো দিন পরপর খারাপ রাস্তার তালিকা দিতে হবে ৷ কলকাতা পুলিশের কাছে এমনই আবেদন কলকাতা পৌরনিগমের ৷ রাজ্যে এখন ভরা বর্ষা ৷ এই অবস্থায় রাস্তা সংস্কারের সব বড় কাজ বন্ধ থাকবে ৷ তাই পুজোর মুখে মহানগরের খারাপ রাস্তার বিরাট তালিকা জমা দিতে পারে কলকাতা পুলিশ ৷ তা না করে 15 দিন অন্তর এই তালিকা দেওয়ার আবেদন জানাল কলকাতা পৌরনিগমের রাস্তা বিভাগ ৷

বুধবার কেন্দ্রীয় পৌর ভবনে এই সংক্রান্ত একটি বৈঠক হয় ৷ তারপরই পৌর কর্তারা এই আবেদন করেছেন লালবাজার কর্তাদের কাছে ৷ এক পৌরকর্তা জানিয়েছেন, শুধু বর্ষার সময় নয়, বছরভর তাঁদের কাছে খারাপ রাস্তার তালিকা দিতে পারে পুলিশ ৷ তাঁর দাবি, কলকাতা পৌরনিগমের সেই পরিকাঠামো আছে ৷ প্রয়োজনে রাস্তায় প্যাচওয়ার্ক করে নেওয়া যাবে ৷ তাহলে অনেকাংশে দুর্ঘটনা কমবে ৷ পুলিশ যে তালিকা দিয়েছে, তার বেশ কিছু কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে ৷ পুলিশের কাছ থেকে আপডেট লিস্ট চাওয়া হয়েছে ৷

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, লালবাজারের দেওয়া তালিকা ধরে শহরের বিভিন্ন জায়গায় যৌথ পরিদর্শন করা হবে ৷ বর্ষার কারণে রাস্তা কেটে মসৃণ করা কিংবা প্যাচওয়ার্ক, বড় ধরনের নিকাশির মেরামতি-সহ বিভিন্ন সময়সাপেক্ষ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ এদিনের বৈঠকে রাস্তা, নিকাশি এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাড়াও পুলিশ, পূর্ত, কেএমডিএ-র আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ সামনেই বড় উৎসব দুর্গাপুজো ৷ তার আগে প্রতিবার রাস্তার অবস্থা নিয়ে বৈঠক হয় ৷ এবার সেই কাজ আরও আগে থাকতে সেরে রাখার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন: বেআইনি নির্মাণ বৈধ করতে লাগবে বড় অঙ্কের টাকা, ফি বাড়ল কলকাতা পৌরনিগম

বৈঠকে পুলিশের তরফে 250টি বেহাল রাস্তার তালিকা দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমকে ৷ কোথাও অসমান রাস্তা মসৃণ করতে হবে, কোথাও বা ম্যানহোল উঁচু করানো থেকে শুরু করে গর্ত মেরামতির কাজ করতে হবে ৷ বর্ষা মিটলেই দ্রুত কাজ শুরু হবে রাস্তা সংস্কার ৷ এবার দুর্গাপুজো খানিকটা পিছিয়ে গিয়েছে ৷ তাই রাস্তা সংস্কারের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details