কলকাতা, 20 অক্টোবর: শহরের বহু রাস্তায় গাড়ি চালানো মানে যেন রোলার কোস্টারে চড়া ! এরকম উঁচু-নিচু ঢেউ খেলা রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম । নাগরিকদের কথা দিয়েছিলেন, ধাপে ধাপে এরকম সব রাস্তা মসৃণ করা হবে । পুজোর আগে কলকাতার একাধিক রাস্তায় প্রায় 40 কিলোমিটার সারানোর কাজ হয় । পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, নভেম্বর থেকে ফের রাস্তা মসৃণের কাজ শুরু হচ্ছে । এবার লক্ষ্যমাত্রা 115 কিলোমিটার (Kolkata Municipal Corporation to reconstruct damaged road) ।
সূত্র অনুযায়ী, দ্বিতীয় দফায় 115 কিলোমিটার লক্ষ্যমাত্রায় মিলিং মেশিন দিয়ে রাস্তার উঁচু অংশের পিচ সরিয়ে ফেলা হচ্ছে । রাস্তা থেকে উচ্চতা কমিয়ে কয়েক ইঞ্চি গর্ত করে তারপর চলছে ঝামা দেওয়ার কাজ । যানবাহন চলাচলের কারণে রাস্তা যতটা সম্ভব বসে গেলে সেখানে বিটুমিনের প্রলেপ দেওয়া হবে ।