কলকাতা, 21 জানুয়ারি: কোথাও ভগ্নপ্রায় ভবন, ভাঙা দরজায় তালা বন্ধ । নীচে একটি ঘরে বসে রয়েছেন শিক্ষিকা । আবার কোথাযও তিনতলা ভবনে একাধিক ঘরের সঙ্গে রয়েছে বেঞ্চ থেকে ব্ল্যাক বোর্ড ও শিক্ষক ৷ তবে হাতেগোনা ছাত্র-ছাত্রী । 18 নম্বর কানাই ধর লেনের কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) স্কুলের এমনই ছবি ধরা পড়ল । অন্যদিকে নুর মহম্মদ লেনের পৌর স্কুলে পরিকাঠামো রয়েছে ৷ তবে দেখা গেল হাতে গোনা কয়েকজন ছাত্র-ছাত্রী ক্লাস করছে । বেশ কয়েকটি পৌর প্রাথমিক স্কুলের হাল এখন এমনই । এক দিকে স্কুল বাড়ির ভাড়া গোনা, অন্য দিকে শিক্ষকদের বেতন । মোটা টাকা গুনলেও উদ্দেশ্য সফল হচ্ছে না । তাই এমন জরাজীর্ণ বেশ কয়েকটি স্কুল সংযুক্তিকরণের পথে এগোচ্ছে কলকাতা পৌরনিগম । শুক্রবার এমনটা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ।
সূত্রের খবর, এমন পৌর-স্কুলের সংখ্যা 26টি । বেশ কয়েকটি স্কুলে পড়ুয়া সংখ্যা তলানিতে এসে ঠেকেছে । কোনও স্কুলে 22, তো কোনও স্কুলে 25 জন পড়ুয়া রয়েছে মাত্র । বেশ কয়েকটি স্কুল বাড়ির দশাও ভালো নয় । সেই বাড়ির জন্য পৌরনিগমকে মোটা টাকা গুনতে হয় । এই ধরনের স্কুলগুলিতে গড়ে দু'জন করে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । কিন্তু অন্য স্কুলগুলিতে পড়ুয়া বেশি হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক দেওয়া যাচ্ছে না । কীভাবে আগামিদিনে গোটা স্কুল ব্যাবস্থা চালানো যায়, তা নিয়ে সমীক্ষা করা হয় ৷ তারপর স্কুলগুলি মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম কর্তৃপক্ষ ।