কলকাতা, 27 মে:আদালতে পড়ে আছে অজস্র মামলা । পাশাপাশি, কলকাতা কর্পোরেশন ও পুলিশের কাছে প্রায়দিনই জমা পড়ে বেআইনি বাড়ি তৈরির বিভিন্ন অভিযোগ । অধিকাংশ সময় এই সমস্ত কর্মকান্ডে মদত থাকার অভিযোগ ওঠে শাসকদল থেকে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় থানার বিরুদ্ধে । অভিযোগকারীকে সুবিচার পেতে এনেক সময় দ্বারস্থ হতে হয় আদালতের ।
এবার সেই বেআইনি নির্মাণ শুরুতেই ঠেকাতে ও হাতেনাতে বেআইনি-আইনি এই জট কাটাতে উদ্যোগী হয়েছে কলকাতা পৌরনিগম ৷ এর জন্য নয়া পরিষেবা শুরু করছে কলকাতা কর্পোরেশন । নতুন বাড়ি তৈরির অনুমতি দেওয়ার সঙ্গেই এবার পৌরনিগমের ওয়েবসাইটে উঠে যাবে সেই বাড়ি বা বহুতলের নকশা-সহ বিস্তারিত তথ্য । বরো চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলরদের কাছে যাবে এসএমএস বার্তা । শহরে বেআইনি ভাবে বাড়ি নির্মাণের অভিযোগ নতুন নয়, অভিযোগের সংখ্যাও কম নয় ৷
তথ্য বলছে, 'টক টু মেয়র' অনুষ্ঠানে প্রতিবারই থাকে বেআইনি বাড়ি সংক্রান্ত নানা অভিযোগ । আধিকারিকদের শো'কজ করার কথা বলে তখন নাগরিক ক্ষোভ কমান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । কিন্তু তাতে সমস্যার প্রকৃত সমাধান হয় না৷ কখনও কাউন্সিলর, কখনও বেআইনি নির্মাণে পরক্ষে পুলিশের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ ওঠে নাগরিকদের তরফে ৷