পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Vaccination Camp For 12-14 Years: কলকাতায় শুরু হল 12 থেকে 14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ - Covid Vaccination Camp

কলকাতা-সহ রাজ্য়ের একাধিক জেলার 12 থেকে 14 বছর বয়সিদের জন্য শুরু হল কোভিড টিকাকরণ কর্মসূচি ৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত থেকে টিকা প্রাপকদের উৎসাহিত করেন (Covid Vaccination Camp For 12-14 Years) ৷

Covid Vaccination Camp For 12-14 Years
কলকাতায় শুরু হল 12 থেকে 14 বছর বসয়ীদের কোভিড টিকাকরণ কর্মসূচী

By

Published : Mar 21, 2022, 3:11 PM IST

Updated : Mar 21, 2022, 4:53 PM IST

কলকাতা, 21 মার্চ:আজ থেকে রাজ্যে 12 থেকে 14 বছর বয়সিদের জন্য শুরু হল কোভিড টিকাকরণ কর্মসূচি ৷ 11 নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত থেকে টিকা প্রাপকদের উৎসাহিত করেন টিকা নিতে ৷ 12 বছরের উর্ধ্বে কর্বেভ্যাক্স টিকা দেওয়া হচ্ছে (Covid Vaccination Camp For 12-14 Years) ৷

আজ থেকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় 12 বছর বয়সিদের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়া চলছে ৷ 16টি বরোয় 32টি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে ৷ এছাড়াও দ্রুত টিকাকরণ করতে অতিরিক্ত দু’টি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে ৷ এছডাড়াও আরও 20টি স্কুলে টিকা প্রদান করা হবে ৷ এই টিকাকরণ প্রসঙ্গেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আজ থেকে রাজ্যে 12 থকে 14 বছর বয়সীদের কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ একইভাবে কলকাতাতেও চালু হল এই কর্মসূচি ৷’’ ছেলেমেয়েদের মধ্য়েও উৎসাহ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন:Firhad Hakim on Corbevax Vaccine : পৌরসভার 37টি কোভ্যাক্সিন সেন্টারেই মিলবে কর্বেভ্যাক্স, জানালেন ফিরহাদ

মেয়রের বক্তব্যের রেশ টেনেই ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘কলকাতার প্রতি বরোতে দু’টি করে টিকাকেন্দ্রে তৈরি করা হয়েছে । সপ্তাহে 6 দিন করে দেওয়া হবে টিকা । আপাতত অন্য কোনও টিকা অর্থাৎ কোভ্যাকসিন অথবা কোভিশিল্ড নয়, কর্বেভ্যাক্স দেওয়া হবে। কোউইনের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। অথবা এই কেন্দ্রগুলিতে আধার কার্ড এনে পৌর কর্মীদের দিয়ে নাম নথিভুক্ত করতে করানো যাবে। ’’

প্রসঙ্গত, একটি ভায়াল থেকে 10 জনকে টিকা দেওয়া হত ৷ তবে নতুন ভ্যাকসিন 20জনকে দেওয়া যাবে ৷ একইসঙ্গে কমপক্ষে 17-18 জন উপস্থিত না থাকলে ভায়াল খোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে ৷

Last Updated : Mar 21, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details