কলকাতা, 21 মার্চ:আজ থেকে রাজ্যে 12 থেকে 14 বছর বয়সিদের জন্য শুরু হল কোভিড টিকাকরণ কর্মসূচি ৷ 11 নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত থেকে টিকা প্রাপকদের উৎসাহিত করেন টিকা নিতে ৷ 12 বছরের উর্ধ্বে কর্বেভ্যাক্স টিকা দেওয়া হচ্ছে (Covid Vaccination Camp For 12-14 Years) ৷
আজ থেকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় 12 বছর বয়সিদের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়া চলছে ৷ 16টি বরোয় 32টি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে ৷ এছাড়াও দ্রুত টিকাকরণ করতে অতিরিক্ত দু’টি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে ৷ এছডাড়াও আরও 20টি স্কুলে টিকা প্রদান করা হবে ৷ এই টিকাকরণ প্রসঙ্গেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আজ থেকে রাজ্যে 12 থকে 14 বছর বয়সীদের কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ একইভাবে কলকাতাতেও চালু হল এই কর্মসূচি ৷’’ ছেলেমেয়েদের মধ্য়েও উৎসাহ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি ৷