পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথশ্রী অভিযানে রাস্তা মেরামতির কাজ শুরু কলকাতা পৌরনিগমের - kolkata Municipal Corporation

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কলকাতায় যে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে সেগুলি নতুন করে মেরামত করা হবে । আজ হাজরা পার্ক থেকে এই রাস্তা মেরামতের কাজ শুরু হল । আগামী দিনে ধাপে ধাপে শহরের সমস্ত রাস্তা মেরামতি করা হবে ।

kolkata Municipal Corporation
kolkata Municipal Corporation

By

Published : Oct 10, 2020, 9:23 PM IST

কলকাতা, 10 অক্টোবর : পথশ্রী অভিযান শুরু করল কলকাতা পৌরনিগম । শহরের রাজপথগুলিতে চলবে এই পথ অভিযান । আজ কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক শ্রীরাধা কিং ও বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই পথশ্রী অভিযানের সূচনা করলেন । এদিন কলকাতার হাজরা পার্ক থেকে শুরু হয় এই পথশ্রী অভিযান । লাগাতার বৃষ্টি ও ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে শহরের রাস্তাগুলির অবস্থা বেহাল । এই অভিযানের মধ্য দিয়ে পুজোর আগেই শহরের সমস্ত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হবে ।

কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কলকাতায় যে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে সেগুলি নতুন করে মেরামত করা হবে । সেই সঙ্গেই যেসব রাস্তাগুলি অল্প খারাপ হয়েছে সেগুলোকে সারাই করা হবে । আজ হাজরা পার্ক থেকে এই রাস্তা মেরামতের কাজ শুরু হল । আগামী দিনে ধাপে ধাপে শহরের সমস্ত রাস্তা মেরামতি করা হবে । তিনি জানান, আজ হাজরা থেকেই কাজ শুরু হওয়ার কারণ এখানে শোভনদেব চট্টোপাধ্যায় থাকেন এবং কিছুটা দূরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ।

পুজোর আগেই কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামত করা হবে । কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির একটি নামের তালিকা তৈরি করেছে কলকাতা পৌরনিগম । সেই তালিকা দেখেই ধাপে ধাপে সমস্ত রাস্তা মেরামতের কাজ করা হবে । 153টির রাস্তার তালিকা তৈরি করেছে কলকাতা পৌরনিয়ম। কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ পুজোগুলির প্রবেশপথে রাস্তা মেরামত করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details