কলকাতা, 5 জানুয়ারি: হকার আইন কে কতটা মেনে চলছে তা নিয়ে গত বছর শেষেই শুরু হয়েছিল সমীক্ষা । টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছিল দোকানের উপরে দেওয়া যাবে না প্লাস্টিকের ছাউনি । নতুন বছরের শুরুতে এবার হকার জোন থেকে বিভিন্ন দোকানের উপরে থাকা প্লাস্টিকের ছাউনি সরিয়ে ফেলার কাজ শুরু হল (Kolkata Municipal Corporation) ৷
এদিন এই অভিযান শুরু হল দক্ষিণ কলকাতার গড়িয়াহাট হকার জোন থেকে । একাধিক দোকানের ছাউনি হিসেবে থাকা প্লাস্টিক বা ত্রিপল খুলে দেন পৌর কর্মীরা । বৃহস্পতিবারও দিনভর চলবে এই অভিযান । প্রাথমিকভাবে ভাবা হয়েছে বিকল্প ছাউনি লোহার কাঠামোয়ে টিনের শেড করে দেওয়া হবে । বিকল্প ছাউনি কেমন দেখতে হবে তা নিয়ে আগামী সোমবার গড়িয়াহাটের হকারদের সঙ্গে আলোচনা করতে যাবেন মেয়র ফিরহাদ হাকিম । সঙ্গে থাকবেন রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের হকার পুনর্বাসন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার । ইতিমধ্যেই শহরের তিন বাজার এলাকায় গড়িয়াহাট, নিউমার্কেট এবং হাতিবাগান 'পাইলট' সার্ভে করেছে টাউন ভ্যান্ডিং কমিটি । তিনটি বাজার এলাকার কী ধরনের সমস্যা তার প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে টিভিসির কাছে । হকারদের স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রীয় হকার আইন মাফিক প্লাস্টিকের ছাউনি ব্যবহার করা যাবে না । ফুটপাতের এক তৃতীয়াংশ জায়গায় হকারি করতে হবে । রাস্তার দিকে মুখ করে দোকান বসানো যাবে না । যেখানে ক্রেতারা রাস্তায় দাড়িয়ে কেনেন ।