কলকাতা, 20 জুন : বুস্টার ডোজ নিতে অনীহা শহরের একাংশ নাগরিকের, তাই টিকা নিতে প্রচার অভিযানে নামছে কলকাতা পৌরনিগম(Kolkata Municipal Corporation Started Awareness Campaign for Booster Dose)৷
ফের রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মাস্ক পড়া ও স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি করোনা বৃদ্ধি ঠেকাতে পারে প্রয়োজন টিকাকরণ । তবে এই অবস্থায় কলকাতার একাংশ নাগরিক নিচ্ছেন না করোনার বুস্টার ডোজ । স্বাস্থ্য় বিভাগের সঙ্গে শহরের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে কলকাতা পৌরনিগমের আধিকারিকদের বুস্টার টিকার বিষয়ে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
পৌর স্বাস্থ্য বিভাগের চিন্তার বিষয় এই বুস্টার নিয়ে মানুষের মধ্যে প্রবল অনীহা । যদিও এক্ষেত্রে টিকা নিতে জোর করতে পারে না কর্তৃপক্ষ । কিন্তু এখন করোনা ফের ঊর্ধ্বমুখী । তাই, বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন । ফলে এই পরিস্থিতিতে মানুষকে বোঝানো ছাড়া আর কোনও উপায় নেই পৌরনিগমের হাতে ।