কলকাতা, 29 অক্টোবর: কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কর আদায়ে দারুণ সাফল্য এল । প্রথম ছয় মাসেই রেকর্ড কর আদায় হয়েছে । এর ফলে কলকাতা কর্পোরেশনের রাজস্ব (Revenue) আয় বেড়েছে প্রায় 400 কোটি টাকা ।
বাজেট ঘাটতি কমাতে একাধিক পদক্ষেপ করে কলকাতা পৌরনিগম ৷ তার মধ্যে অন্যতম শহর জুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে তৎপরতা শুরু করে বিল্ডিং বিভাগ । সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগ কড়াকড়ি শুরু করে । যার ফল অর্থবর্ষের প্রথম ছ’মাসেই সম্পত্তি কর, বিল্ডিং, ট্রেড লাইসেন্স (Trade License)-সহ বিভিন্ন বিভাগে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে । এবার পুর পরিষেবায় গতি আসবে বলে আশাবাদী আধিকারিকদের একাংশ ।
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরের প্রথম ছয় মাসে 1 হাজার 99 কোটি টাকা । গত আর্থিক বছরের প্রথম ছয় মাসে ছিল 737 কোটি টাকা । শুধুমাত্র সম্পত্তি কর চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছে 700 কোটি টাকা । গত আর্থিক বছরে প্রথম ছয় মাসে আয় ছিল 510 কোটি টাকা । এদিকে বিল্ডিং বিভাগের কর আদায় বর্তমান বছরে হয়েছে 189 কোটি টাকা । গত বছর ছিল 88 কোটি টাকা । গতবারের থেকেই দ্বিগুণ ।