পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tarak Singh Slaps Municipal Worker: ডেঙ্গি নিয়ে প্রচারের মাঝে পৌরকর্মীকে চড় মেয়র পারিষদ তারক সিংয়ের

KMC MIC Tarak Singh slaps Contractual Municipal Worker: শনিবার মেয়র পারিষদ তারক সিং কলকাতা পৌরনিগমের 118 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার করেন ৷ সেখানে জমা জল দেখে তিনি এক চুক্তিভিত্তিক পৌরকর্মীকে চড় মারেন বলে অভিযোগ ৷

Tarak Singh Slaps Municipal Worker
Tarak Singh Slaps Municipal Worker

By

Published : Jul 29, 2023, 4:39 PM IST

Updated : Jul 29, 2023, 5:09 PM IST

পৌরকর্মীকে চড় মেয়র পারিষদ তারক সিংয়ের

কলকাতা, 29 জুলাই: ডেঙ্গির প্রকোপ ফের বাড়ছে কলকাতায় । পৌর স্বাস্থ্য কর্তাদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে । এই পরিস্থিতিতে শনিবার ডেঙ্গি নিয়ে সচেতনতা কর্মসূচি করেন মেয়র পারিষদ তারক সিং। সেই কর্মসূচিতেই ঘুরতে ঘুরতে রাস্তায় ড্রেনের আশপাশে জমা জল দেখে মেজাজ হারিয়ে ফেলেন তিনি ৷ তখন সামনে দাঁড়িয়ে থাকা চুক্তিভিত্তিক এক পৌরকর্মীকে সপাটে চড় মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় উপস্থিত সকলেই সেই সময় রীতিমতো চমকে ওঠেন । এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ এভাবে কি কাউকে চড় মারা যায়, উঠছে প্রশ্ন ৷ তবে তারক সিং তাঁর অবস্থানে অনড় রয়েছেন ।

এ দিন ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে পদযাত্রা করেন তারক সিং । কলকাতা পৌরনিগমের 118 নম্বর ওয়ার্ডের রায় বাহাদুর রোডের ক্লাইট ফ্যানের কাছ থেকে থেকে শুরু হয় । মেয়র পারিষদ তারক সিং ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ৷ তাছাড়া এলাকার মানুষও ছিলেন । হতে ফ্লেক্স, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তাঁরা ।

ডেঙ্গি ঠেকাতে কী করতে হবে, সেই বিষয়ে স্লোগান ও এলাকার মানুষকে বোঝানোর কাজও চলে । সেই সময় তারক সিং দেখেন রাস্তার একটি ড্রেনের চার ধার জলে ভর্তি । কেন জল জমে থাকবে ? সেই প্রশ্ন তুলে সপাটে চড় মারেন সামনে দাঁড়িয়ে থাকা চুক্তিভিত্তিক এক পৌরকর্মীকে । যা নিয়ে তৈরি হয় বিতর্ক ৷

তারক সিং বলেন, ‘‘8 জন লোক মারা গিয়েছে বাংলায় । এর মধ্যে পৌরসভা ও জেলা দুই আছে । যাঁকে পাব, তাঁকে নোটিশ করব । না-শুনলে আইনে যত দূর যেতে হয় যাব ।’’ এর পরেই তাঁর সাফ কথা, ‘‘দরকারে মারধর খেতে পারে । কারও জন্য কারও জীবন যাবে, আমরা চুপ করে দেখব, এটা হতে পারে না । দরকারে পাড়ার লোকজন এক হয় মারবেন । ডেঙ্গি ম্যালেরিয়া ঠেকাতে প্রত্যেক মানুষকে সচেতন করতে হবে ।’’

আরও পড়ুন:ডেঙ্গি বৃদ্ধিতে দায়ী নগরায়ন, দাবি ফিরহাদের; কটাক্ষ বিরোধীদের

এদিকে ডেঙ্গি আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যু হয় ঠাকুরপুকুর বাখরাহাট রোডের বাসিন্দা অনিমা সরদার (৩৫) এক মহিলার । বেশ কিছুদিন তিনি ধরে জ্বরে ভুগছিলেন । বৃহস্পতিবার এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এলাকায় এই নিয়ে আতঙ্ক ছড়ায় । স্থানীয় বাসিন্দাদের দাবি, পৌরনিগমের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয় ৷ একজনের মৃত্যুর খবর ছড়াতেই সচেতনতার প্রচার শুরু হয়েছে ৷

Last Updated : Jul 29, 2023, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details