কলকাতা, 5 নভেম্বর : কলকাতার বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে এবার দু'টি বিশেষ দল গঠন করছে কলকাতা পৌরনিগম । বিল্ডিং বিভাগের আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রাক্তন আধিকারিক মিলিয়ে একটি দল ও বাকি 30 সদস্যের একটি দল যা বাড়িগুলির পরিদর্শক হিসেবে কাজ করবে । পাশাপাশি অবৈধ নির্মাণ ভাঙার জন্যও কাজ করবে এই বিশেষ দলটি । কলকাতা শহরে অবৈধ নির্মাণ রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পৌরনিগম । এর পরিপ্রেক্ষিতেই আরও 35 জন পরিদর্শক শীঘ্রই নিয়োগ করতে চলছে বলে জানা গেছে ।
বিপজ্জনক বাড়ি ভাঙতে পৌরনিগমের বিশেষ দল - illegal construction
বেআইনি নির্মাণ রুখতে ও বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে এবার দু'টি বিশেষ দল গঠন করছে কলকাতা পৌরনিগম ।
কলকাতা শহরে বর্তমানে দেড় হাজারেরও বেশি অবৈধ নির্মাণ রয়েছে । সাড়ে তিন হাজার বিপজ্জনক বাড়ি । 1000 অতি বিপজ্জনক বাড়ি রয়েছে । অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার পৌর আইন আছে । কিন্তু অনেক সময় অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয় পৌর কর্মীদের । যার জন্য অনেক সময়ই অবৈধ নির্মাণ ভেঙে ফিরে আসতে হয় । এই সমস্যা সমাধান করতেই এই বিশেষ দল গঠনের পরিকল্পনা নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।
সেইসঙ্গে সিদ্ধান্ত নেয়া হয়েছে অবৈধ নির্মাণগুলি এমন ভাবে ভাঙা হবে যাতে নির্মাণকারী সংস্থা তা মেরামত না করতে পারে । নির্মাণ করতে গেলে ফের নকশা কলকাতা পৌরনিগমে জমা দিয়ে নতুন প্ল্যান স্যাংশন করাতে হবে । তবেই ফের নির্মাণ করার অনুমতি মিলবে পৌরনিগমের পক্ষ থেকে । এই নয়া পরিকল্পনা বাস্তবায়িত করে কলকাতা শহরের বুক থেকে অবৈধ নির্মাণ বন্ধ করতে চাইছে তারা ।