কলকাতা, 10 মে : কয়েকদিন বাদেই ঈদ । কিন্তু করোনা পরিস্থিতির জন্য এই ঈদের খুশিতে ভাটা পড়েছে । এবার এই করোনার পরিস্থিতিতে ঈদের নমাজ নিয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা পৌরনিগম ।
প্রত্যেকটি মসজিদে কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে পাঠানো হয়েছে একটি করে নির্দেশিকা । ঈদের নমাজের জন্য মসজিদগুলিতে অতিরিক্ত ভিড় করা যাবে না । করোনা বিধি মেনে যাতে ঈদের নমাজ হয় তার জন্য আগাম চিঠি পাঠানো হয়েছে শহরের সব মসজিদে ।
করোনার দ্বিতীয় ঢেউ হিমশিম খাচ্ছে গোটা দেশ । গত বছরের তুলনায় অনেক বেশি মৃত্যু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে । কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে প্রত্যেক দিন মসজিদে একটি চিঠি পাঠানো হয়েছে । এই চিঠিতে বলা হয়েছে ঈদের নামাজের সময় অতিরিক্ত ভিড় করা যাবে না ।
করোনা বিধি মিনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পড়তে হবে । একটি ঘরের অনেক সংখ্যায় লোক একসঙ্গে নামাজ পরতে মানা করা হয়েছে । যারা নমাজ পড়তে আসবেন তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । প্রয়োজনে সারাদিনে অনেকবার নমাজ পড়ার ব্যবস্থা করতে হবে । এর জন্য অতিরিক্ত ইমামের প্রয়োজন হবে তার ব্যবস্থা করতে বলা হয়েছে মসজিদগুলিকে । যারা নমাজ পড়তে আসবেন তাদের প্রত্যেককেই মুখে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করতে বলা হয়েছে ।