পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে তর্পণের জন্য বিধি-নিষেধ জারি করল কলকাতা পৌরনিগম - ফিরহাদ হাকিম

"কোরোনা সংক্রমণেও তর্পণের অনুমতি দেওয়া হয়েছে । তবে কিছু বিধি-নিষেধ মেনে এবছর তর্পণ করতে হবে।" কী সেই নিয়ম ?

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : Sep 15, 2020, 9:17 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : তর্পণের জন্য নতুন বিধি-নিষেধ জারি করল কলকাতা পৌরনিগম।মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় তর্পণে এর মাধ্যমে। কোরোনা পরিস্থিতিতে মহালয়ার দিন গঙ্গার ঘাটে তর্পণের অনুমতি দিল কলকাতা পৌরনিগম। তবে পালন করতে হবে কিছু বিধি-নিষেধ ৷ কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন,"কোরোনা সংক্রমণেও তর্পণের অনুমতি দেওয়া হয়েছে । তবে কিছু বিধি-নিষেধ মেনে এবছর তর্পণ করতে হবে।" কী সেই নিয়ম ?


ফিরহাদ হাকিম জানান, "এবছর পরিস্থিতি অনুকূল নয় তাই বেশ কিছু বিধি-নিষেধ মেনে সাধারণ মানুষকে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করতে হবে। গঙ্গার ঘাটে তর্পণ করা নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। তর্পণের দিন কলকাতা পৌরনিগমের তরফে গঙ্গার প্রত্যেকটি ঘাট পরিষ্কার করে দেওয়া হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই এবছর তর্পণ করতে হবে। কলকাতা পুলিশ নজরদারি চালাবে।"

তর্পণে বিধি-নিষেধ জারি করল কলকাতা পৌরনিগম
তিনি আরও বলেন, "গঙ্গার ঘাটে যদি কোনA ব্যক্তি তর্পণ করতে আসেন তাঁকে বাধা দেওয়া হবে না তবে সেই ব্যক্তিকে ছয় ফুটের দূরত্ব মেনে বসে বা দাঁড়িয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হবে। মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক । মহালয়াক পূর্ণ লগ্নে হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটগুলিতে তর্পণ করতে আসেন। তাই তাদের নিরাপদ ও সুরক্ষা সুনিশ্চিত করতে পৌরনিগমের ইঞ্জিনিয়র ও প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ।" যে কোনও রকমের দুর্ঘটনা এড়াতে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ মোতায়েন করা থাকবে বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details