কলকাতা ,4 ফেব্রুয়ারি : কলকাতা শহরকে আরও সুন্দর করতে বদ্ধপরিকর কলকাতা পৌরনিগম । কলকাতা শহরকে আবর্জনা মুক্ত করে আরও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম । বিজ্ঞানসম্মত উপায়ে শহরের বর্জ্য পদার্থ থেকে এবার জৈব সার তৈরি করার ব্যবস্থা নিয়েছে কলকাতা পৌরনিগম । একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কলকাতা পৌরনিগম বর্জ্য পদার্থ থেকে জৈব সার প্রস্তুত করছে । মেয়র পরিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন এই মুহূর্তে ধাপায় প্রতিদিন 500 মেট্রিক টন জৈব সার উৎপাদন করা হচ্ছে । দিনে দিনে জৈব সারের চাহিদা বাড়ায় এই প্রকল্পকে আরও উৎসাহ দিচ্ছে কলকাতা পৌরনিগম । আগামী কিছুদিনের মধ্যে আরও 600 মেট্রিক টন জৈব সার উৎপাদন করার জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ দেবব্রত মজুমদার ৷
আবর্জনা থেকে জৈব সার তৈরি করছে কলকাতা পৌরনিগম
ধাপায় ফেলা অপচনশীল বর্জ্য পদার্থগুলি থেকে রিসাইকেল করে জৈব সার তৈরি করার ব্যবস্থা নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ মেয়র পরিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, বিভিন্ন ওয়ার্ডগুলিতে পচনশীল বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করার কারখানা তৈরি করা হবে আগামী দিনে । দিনে দিনে জৈব সারের চাহিদা বাড়ায় এই প্রকল্পকে আরও উৎসাহ দিচ্ছে কলকাতা পৌরনিগম ।
শহর থেকে জঞ্জাল সংগ্রহ করে ধাপার মাঠে ফেলা হয় । ফলে ক্রমাগত জঞ্জাল জমতে জমতে জঞ্জালের স্তুপে পরিণত হয়েছে ধাপা । প্রতিদিন শহর থেকে 4 হাজার 500 মেট্রিক টন আবর্জনা ফেলা হয় ধাপার মাঠে । ক্রমাগত জমতে থাকা আবর্জনা থেকে শহরে বায়ু দূষণ ও পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে । এই আবর্জনা থেকে জৈব সার তৈরি করে শহরকে দূষণমুক্ত করা যাবে এবং সেই সঙ্গেই শহরে আবর্জনার স্তুপ কমে আসবে বলে জানান মেয়র পরিষদ ৷ মেয়র পরিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন এই মুহূর্তে 20 টি ওয়ার্ডের উৎস স্থল থেকে জৈব ও অজৈব পদার্থ গুলিকে পৃথক করে সংগ্রহ করা হচ্ছে । আগামী দিনে কলকাতা সবকটি ওয়ার্ডেই এই ব্যবস্থা চালু করা হবে । পৌর কর্মীরা সেখান থেকে জঞ্জাল সংগ্রহ করে পৃথক করে করার পর জৈব পদার্থগুলি থেকে জৈব সার উৎপন্ন করা হবে । তিনি জানিয়েছেন সেইসঙ্গে বিভিন্ন ওয়ার্ড গুলিতে পচনশীল বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করার কারখানা তৈরি করা হবে আগামী দিনে । বিভিন্ন বহুতলের মধ্যে সার তৈরীর মেশিন বসানোর লক্ষ্যে বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
ধাপায় ফেলা বর্জ্য পদার্থ থেকে সার তৈরির ক্ষমতা দৈনিক এই মুহূর্তে 500 মেট্রিক টন রয়েছে ৷ আগামী দিনে বাড়িয়ে এক হাজার টন করা হবে বলেও জানিয়েছেন দেবব্রত মজুমদার । অপচনশীল বর্জ্য গুলি থেকে রিসাইকেল করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । আধুনিক বর্জ্য রিসাইকেল ব্যবস্থার লক্ষ্যে নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্ক থেকে 3750 কোটি টাকা লোন নিয়েছে কলকাতা পৌরনিগম ।