পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেঙ্গি দমনে স্পেশাল অ্যাকশন প্ল্যান শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম - Kolkata Municipal Corporation

ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন হাসপাতালেও ভরতি হয়েছেন। 7, 8 ,9 , 10 বোরো অঞ্চলে ডেঙ্গির প্রবণতা সবথেকে বেশি। বলছে কলকাতা পৌরনিগম ৷

ডেঙ্গি দমন
ডেঙ্গি দমন

By

Published : Sep 17, 2020, 9:55 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : ডেঙ্গি দমনে স্পেশাল অ্যাকশন প্ল্যান নিতে চলেছে কলকাতা পৌরনিগম। কোরোনা আবহের মধ্যেই ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাওয়াতে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পৌরনিগমের। চারটি বোরোর 16 টি ওয়ার্ডের ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ বছর শহরে 80 শতাংশ ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ এখনও পর্যন্ত গত বছরের তুলনায় অনেকটাই কম। তবে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি এলাকায় গত বছরের মতো এই বছরও মশা বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন হাসপাতালেও ভরতি হয়েছেন। 7, 8 ,9 , 10 বোরো অঞ্চলে ডেঙ্গির প্রবণতা সবথেকে বেশি।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, "ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গি দমনে বোরো ভিত্তিক স্পেশাল অ্যাকশন প্ল্যান নিয়ে অভিযান করা হবে। জনবহুল এলাকাগুলিতে ও শহরের নিকাশিগুলিতে গত কয়েক মাস ধরে সোডিয়াম হাইপোক্লোরাইড জীবাণুনাশক স্প্রে ছড়ানো হচ্ছে। শহরজুড়ে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে কোরোনা প্রতিরোধ করতে। ফলে এ বছর ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রিত গত বছরের তুলনায়। কিন্তু দক্ষিণ কলকাতায় সাধারণ মানুষের উদাসীনতার ফলেই ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ভবানীপুর, রাজবিহারী, টালিগঞ্জ, কসবা, যাদবপুর, আলিপুর, বালিগঞ্জ এর মত এলাকাগুলিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ বাসিন্দাদের উদাসীনতা। বাড়ির এসি ফ্রিজের জল থেকে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।"

ডেঙ্গি দমনে স্পেশাল অ্যাকশন প্ল্যান কলকাতা পৌরনিগমের
অতীনবাবুর দাবি, এছাড়াও গ্যারেজে জল জমে ডেঙ্গি মশা বংশ বিস্তার করছে। ফুল গাছের টবে জল জমা থেকেও ডেঙ্গুর মশা বংশ বিস্তার করছে। তিনি আরও বলেন, "চারটি বোরোর নির্দিষ্ট ওয়ার্ডগুলিকে চিহ্নিত করে হেলথ অফিসার, ভেক্টর কন্ট্রোলের অফিসাররা ও ওয়ার্ড কো-অডিনেটরদের সঙ্গে নিয়ে দ্রুতই বৈঠকে বসবেন। তারপরই ওই চিহ্নিত এলাকাগুলিতে বিশেষ অভিযান চালানো হবে ডেঙ্গি দমন করতে।"

ABOUT THE AUTHOR

...view details