পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেফহোমের সংখ্যা বাড়াতে চলেছে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে কলকাতা পৌরনিগম হাওড়ার বালটিকুরিতে ফের সেফহোম চালু করতে চায় । এছাড়াও নির্বাচন শেষ হলে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও পুনরায় সেফহোম শুরু করার পরিকল্পনা রয়েছে । আনন্দপুরেও একটি সেফহোম চালু করতে চায় পৌরনিগম ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : Apr 16, 2021, 6:40 AM IST

কলকাতা, 16 এপ্রিল : রাশিয়ান পোল ভল্টার, স্যারগে বুক্কা নিজের রেকর্ড নিজেই ভাঙত । রাশিয়ান পোল ভল্টার স্যারগে বুক্কাকে টেক্কা দিচ্ছে কলকাতায় করোনা সংক্রমণ । প্রত্যেকদিন করোনা সংক্রমণ নিজের রেকর্ড নিজেই ভেঙেছে । পয়লা বৈশাখের দিন কলকাতায় করোনার সংক্রমণ নতুন রেকর্ড গড়েছে । রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 769 জন । গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 22 জনের । এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের । পরিস্থিতি সামাল দিতে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন ।

পরিস্থিতি সামাল দিতে সেফহোমের সংখ্যা আরও বাড়ানো নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে কলকাতা পৌরনিগম । রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে কলকাতা পৌরনিগম হাওড়ার বালটিকুরিতে ফের সেফহোম চালু করতে চায় । এছাড়াও নির্বাচন শেষ হলে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও পুনরায় সেফহোম শুরু করার পরিকল্পনা রয়েছে । আনন্দপুরেও একটি সেফহোম চালু করতে চায় পৌরনিগম । সেফহোম ও কোয়ারানটিন সেন্টার মিলিয়ে শহরে আরও পাঁচটি সেন্টার শুরু করতে চাইছে পৌর কর্তৃপক্ষ । ইতিমধ্যেই কিশোর ভারতী স্টেডিয়ামে একটি কোয়ারানটিন সেন্টার শুরু করেছে কলকাতা পৌরনিগম । এছাড়াও বাইপাসের ধারে রাজারহাটে দু'টি সেফহোম চালু করা হয়েছে । পাশাপাশি, বেশ কয়েকটি হোটেলে কোয়ারানটিন সেন্টার করা হয়েছে । যেসব ব্যক্তি সরকারি কোয়ারানটিন সেন্টারে থাকতে চাইবেন না, তাঁরা পয়সা খরচা করে সেইসব নির্দিষ্ট হোটেলগুলিতে থাকতে পারবেন ।

আরও পড়ুন : বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার

একই সঙ্গে শহরে 144 টি ওয়ার্ডে করোনার পরীক্ষা শুরু করেছে কলকাতা পৌরনিগম । যতবেশি মানুষ করোনা পরীক্ষা করাবে তত দ্রুত চিহ্নিত করে নিরাময় সম্ভব । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরজুড়ে স্যানিটাইজ়েশনের কাজ পুনরায় শুরু করেছে পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details