পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: 'অপা'র মতো বেনামি জমি-বাড়ির হদিশ পেতে তৎপর কলকাতা পৌরনিগম - Kolkata Municipal Corporation is eyeing to find anonymous property

কোনও ব্যক্তিরই এমন বেনামি সম্পত্তি বা জমি যাতে পৌরনিগমের নজর না এড়িয়ে যায় তাই আধিকারিকদের কোমর বেঁধে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Municipal Corporation) । কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামী মাস তিনেক সময়কালে শহরে আর কোনও অমূল্যায়িত সম্পত্তি থাকবে না । সমস্ত সম্পত্তি কর মূল্যায়নের আওতায় আনা হবে ।

Kolkata Municipal Corporation news
অপার মতো বেনামি জমি বাড়ির হদিশ পেতে তৎপর কলকাতা পৌরনিগম

By

Published : Aug 2, 2022, 10:35 AM IST

Updated : Aug 2, 2022, 10:54 AM IST

কলকাতা, 2 অগস্ট: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতার শহর, শহরতলি জুড়ে ছড়িয়ে নামে-বেনামে ফ্ল্যাট, জমি । ইডির তদন্তে বেশ কিছু প্রকাশ্যে এসেছে । তারপরেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । কোনও ব্যক্তিরই এমন বেনামি সম্পত্তি বা জমি যাতে পৌরনিগমের নজর না এড়িয়ে যায় তাই আধিকারিকদের কোমর বেঁধে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Municipal Corporation) । সেই নির্দেশমাফিক ময়দানে নামতে চলেছেন কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগের কর্মী-আধিকারিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামী মাস তিনেক সময়কালে শহরে আর কোনও অমূল্যায়িত সম্পত্তি থাকবে না । সমস্ত সম্পত্তি কর মূল্যায়নের আওতায় আনা হবে । ফ্ল্যাট-বাড়ি কিংবা জমি, অফিস সম্পত্তি করের আওতায় আনবে কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগ । আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, মালিকানাহীন জমি বা বাড়ির কলকাতা পৌরনিগম নিজের অধীনে আনবে । যদি কেউ নিজেকে পরে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক দাবি করেন, তাহলে তাঁকে প্রমাণ দিয়ে সেই জমি পৌরনিগমের কাছ থেকে নিতে হবে । একই সঙ্গে মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া সম্পত্তি কর । কেএমডিএ বা অন্য কোনও সংস্থার জমি হলেও সে বিষয়ে পৌরনিগমকে অবগত করতে হবে ।

আরও পড়ুন: স্কুলের নীল-সাদা ইউনিফর্ম তৈরির বরাত পেল কলকাতা পৌরনিগমের স্বনির্ভর গোষ্ঠী

এ বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরে এমন অনেক সম্পত্তি আছে যা কার্যত 'বেওয়ারিশ' । দীর্ঘদিন যাবত মালিক হিসেবে কেউ সেই সম্পত্তির দাবি করেন না । সম্পত্তি করও দেন না। অনেক সরকারি-বেসরকারি সংস্থার জমিও এর মধ্যেই রয়েছে । এই মূল্যায়নহীন জমিগুলোকে চিহ্নিত করেছে পৌরনিগম। তিন মাসের মধ্যে এমন ফ্ল্যাট, বাড়ি বা সরকারি-বেসরকারি সমস্ত জমিকে সম্পত্তিকর মূল্যায়নের আওতায় আনা হবে । আধিকারিকদের একাংশের মতে, এতে যেমন বেনামি সম্পত্তি হদিশ মিলবে, তেমনই সম্পত্তি কর বাবদ মোটা অঙ্কের আয়ও হবে ।

Last Updated : Aug 2, 2022, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details