কলকাতা, 14 মার্চ:তিলোত্তমাকে সুন্দর দেখাতে লন্ডনের ধাঁচে বাতিস্তম্ভ বসানোর ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর পছন্দের ত্রিফলা দিয়ে সেজে উঠেছিল সিটি অফ জয় । বড় আলোক স্তম্ভের মাঝে রাস্তার দু’ধারে টানা ত্রিফলা আলো লাগানো হয়েছিল । এর জেরে রাতের কলকাতা আরও মায়াবী ও আলোক উজ্জ্বল হলেও, কর্পোরেশনের কোষাগারে আঁধার ঘনিয়ে ছিল । এবার খরচ কমাতে একফলা বসানোর পথে রাজ্য (KMC initiate to reduce electricity bill) ৷
ত্রিফলা খরচ থেকে বিদ্যুৎ বিল সব মিলিয়ে বছরে কোষাগার থেকে খরচ হতো কমপক্ষে 35 কোটি টাকা । এছাড়া ছিল চুরির সমস্যা । বিপুল খরচের জেরে বেশ কিছু বছর ধরেই ত্রিফলা রক্ষণাবেক্ষণে ভাটা পড়েছিল । বলা যায় প্রায় বন্ধই হয়ে গিয়েছিল ত্রিফলার সংরক্ষণ ৷ ভেঙে পড়া বন্ধ ত্রিফলার আগে লেগেছিল নীল-সাদা এলইডি ফিতে । আবার বর্ষাকালে সেই পরে থাকা ত্রিফলাই শহর জুড়ে মরণফাঁদ হয়ে দাঁড়ায় । বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন নাগরিকের । তার উপর করোনা আবহ, সব মিলিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ত্রিফলার খরচ জোগাড় করা ৷