কলকাতা, 13 অক্টোবর : কলকাতা পৌরনিগমের দুর্গাপুজো প্রতিযোগিতা "কলকাতা শ্রী 2020" ঘোষণা করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । কোরোনা আবহে এই প্রতিযোগিতার বেশকিছু বদল করা হয়েছে । কোরোনা পরিস্থিতির জন্য প্রতিযোগিতার ক্যাটেগরি বদল করেছে কলকাতা পৌরনিগম । মঙ্গলবার ওয়েবের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয় । বিখ্যাত নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এই প্রতিযোগিতার সূচনা করেন । কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে মিলবে প্রতিযোগিতার ফর্ম ।
কোরোনা আবহে "কলকাতা শ্রী" প্রতিযোগিতায় বেশকিছু রদবদল পৌরনিগমের - www.kolkatashreekmc.in
কোরোনা পরিস্থিতির জন্য এবছর বেশকিছু বদল করা হয়েছে "কলকাতা শ্রী 2020" প্রতিযোগিতার নিয়ম কানুন । এবার অনলাইনের মাধ্যমে পুজোগুলি বিচার করা হবে ।
2011 সালে কলকাতা শ্রী দুর্গাপুজো প্রতিযোগিতা শুরু করে কলকাতা পৌরনিগম । কোরোনা পরিস্থিতির জন্য এবছর বেশকিছু বদল করা হয়েছে প্রতিযোগিতার নিয়ম কানুন । এবার অনলাইনের মাধ্যমে পুজোগুলি বিচার করা হবে । কোরোনা পরিস্থিতির জন্য এবছর প্রতিযোগিতার ক্যাটেগরিগুলি হল কলকাতা শ্রী সেরার সেরা সমাজকল্যাণ পুজো, কলকাতা শ্রী সেরা সমাজকল্যাণ পুজো, কলকাতা শ্রী সুরক্ষিত পুজো, কলকাতা শ্রী সেরা সমাজ কল্যাণ বিষয়, কলকাতার শ্রী সেরা সতর্কীকরণ বার্তা, কলকাতা শ্রী সেরা পরিবেশ, কলকাতা শ্রী সেরা পরিচ্ছন্ন পুজো, কলকাতা শ্রী সেরা সাংগঠনিক পুজো, কলকাতা শ্রী সেরা সমাজসচেতন পুজো, কলকাতা শ্রী মেয়র চয়েস, কলকাতা শ্রী দর্শকের চোখে সেরা পুজো । সেইসঙ্গে এই প্রথমবার নতুন একটি ক্যাটেগরি যোগ করা হল কলকাতা শ্রী শিশু বান্ধব পুজো । www.kolkatashreekmc.in-এ লগইন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দুর্গাপূজা কমিটিগুলি ।
সর্বোচ্চ 25 হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে । এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করার পর কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কোরোনা পরিস্থিতিতেও উৎসব পালন করা হবে । কিন্তু সর্তকতা বিধি মেনে উৎসব পালন করতে হবে । বহু পৌরকর্মী পরিষেবা দিতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছেন । কিন্তু কলকাতা পৌরনিগম যেভাবে পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও ঠিক একইভাবে পরিষেবা দিয়ে যাবে । তবে সামাজিক দূরত্ব মেনে ও মুখে মাস্ক পরে বিধিনিষেধ মেনে পুজো করার আবেদন করেন ফিরহাদ হাকিম ।