পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের সদর দফতরে প্রবেশে মানতে হবে 13 দফা বিধিনিষেধ - restriction on entering at KMC office

আজ থেকেই এই নতুন বিধিনিষেধ জারি করা হবে ৷ দালাল চক্র প্রতিরোধ করতে ও অসাধু উদ্দেশে পৌরনিগমের যাতায়াত নিয়ন্ত্রণে আনতে এই নতুন বিধি-নিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : Jul 3, 2021, 8:11 AM IST

কলকাতা, 3 জুলাই : দেবাঞ্জন কাণ্ডের পর নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । এবার কলকাতা পৌরনিগমের সদর দফতরের কর্মী এবং নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষধ জারি করল কলকাতা পৌরনিগম । মোট 13 দফার বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ এই বিষয়ে একটি নোটিশও দিয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । কলকাতা পৌরনিগমের সদর দফতরে যেকোনও নাগরিক অবাধ আনাগোনা করতে পারবে না । এই নতুন বিধি-নিষেধ কলকাতা পৌরনিগমের কর্মীদেরও মেনে চলতে হবে ৷ বিভিন্ন কাজে বহু মানুষ পৌরনিগমের সদর দফতরে আসেন । এবার থেকে তাঁদের সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে ।

কী কী বিধিনিষেধ মানতে হবে ?

  • এবার থেকে কলকাতা পৌরনিগমে প্রবেশ করতে গেলে পৌর কর্মীদের পরিচয় পত্র দেখাতে হবে । পরিচয় পত্র ছাড়া প্রবেশাধিকার দেওয়া হবে না । কর্মীদের গলায় পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক করা হল।
  • কর্মী ছাড়া অন্য কোনও ব্যক্তি কলকাতা পৌরনিগমের সদর দফতরে প্রবেশ করতে গেলে ভোটার কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড দেখাতে হবে । সচিত্র পরিচয় পত্র ছাড়া ছাড়পত্র দেওয়া হবে না ৷
  • সদরদফতরে সিকিউরিটি গার্ড এবং দায়িত্বে থাকা পুলিশ কর্মী নাগরিকদের ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড খতিয়ে দেখবে । পৌরনিগমের কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে ৷
  • সাধারণ নাগরিকদের কলকাতা পৌরনিগমে প্রবেশ করতে গেলে রেজিস্ট্রার খাতায় নাম, ঠিকানা এবং কোন দফতরে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে তা লিখতে হবে ।
  • পৌরনিগমের মূল ভবনের সঙ্গে হক বিল্ডিংয়ে যাতায়াতের জন্য যে ওভার ব্রিজ রয়েছে তা দিয়ে শুধুমাত্র পৌরনিগমের কর্মীরাই এবার থেকে যাতায়াত করতে পারবেন ।
  • সন্ধে ছ'টার পর এলিট সিনেমা হলের দিকের প্রবেশদ্বার, ট্রেজারি বিভাগের দিকে প্রবেশদ্বার ও লাইসেন্স বিভাগের দিকে প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে । সন্ধে ছ'টার পর কর্মী সহ সাধারণ মানুষ এই গেট দিয়ে যাতায়াত করতে পারবে না ।
  • সেইসঙ্গে কলকাতা পৌরনিগমের নিরাপত্তাকর্মীদের ক্ষমতা বাড়ানো হয়েছে । পৌরনিগমের নিরাপত্তাকর্মীরা যে কোনও ব্যক্তির কাছে তাদের পরিচয় দেখতে চাইতে পারবে । সেইসঙ্গে সেই ব্যক্তি কী কারণে সদর দফতরে এসেছে তাও যাচাই করতে পারবে ।
  • কলকাতা পৌরনিগমের সদরদফতরের মূল প্রবেশদ্বার অর্থাৎ ভিআইপি গেট দিয়ে একমাত্র পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অথবা উচ্চ-পদাধিকারিকরা প্রবেশ করতে পারবে ।
  • আইনজীবীদের সদর দফতরে আসতে হবে বিকেল পাঁচটার পর । এবার থেকে বিকেল পাঁচটার পরে কলকাতা পৌরনিগমের আইনজ্ঞদের সঙ্গে দেখা করা যাবে ।
  • কলকাতা পৌরনিগমের সবকটি গেটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা । প্রত্যেকটিতেই জীবাণুনাশক স্প্রে মেশিন বসানো হবে ।
  • সদরদফতরের বিভিন্ন তলার উপর রাখা হবে বিশেষ নজরদারি । নিরাপত্তাকর্মী-সহ পৌরআধিকারিক ও কর্মীরা বিশেষভাবে নজর রাখবেন যাতে অপ্রয়োজনীয়ভাবে কোনও ব্যক্তি পৌরনিগমের অন্দরমহলে ঘোরাঘুরি না করে ।
  • সেই সঙ্গেই ভিজিটর দেখা করতে আসা নিয়েও আরও কড়াকড়ি পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম । পৌরনিগমের কোনও আধিকারিক বা কর্মীর সঙ্গে কেউ ভিজিটর দেখা করতে এলে নিজেদের দফতরে ডেস্কে বসে কথা বলতে হবে । সেই বহিরাগতকে নিয়ে কলকাতা পৌরনিগমের অন্দরমহলে ঘোরাঘুরি করা যাবে না ।
  • এবার থেকে কোনও নাগরিক এসে কোনও বিভাগের কর্মী সঙ্গে দেখা করতে গেলে সেই বিভাগের প্রধানের অনুমতি নিয়ে সেই দফতরে প্রবেশ করতে পারবে । বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া অন্য কেউ ভবনের কোনও ঘরে যেতে পারবে না ।
    কলকাতা পৌরনিগমের তরফে জারি করা নোটিশ

আজ থেকেই এই নতুন বিধিনিষেধ জারি করা হবে ৷ এদিন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার এই বিজ্ঞপ্তি জারি করেছেন । দালাল চক্র প্রতিরোধ করতে ও অসাধু উদ্দেশে পৌরনিগমের যাতায়াত নিয়ন্ত্রণে আনতে এই নতুন বিধি-নিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details