পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট ও বেঞ্চ, স্বেচ্ছাসেবী সংস্থার উপহার পৌরনিগমকে - Kolkata Municipal Corporation

Jacket Made from Waste Plastic Bottle: ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের সুতো দিয়ে জ্যাকেট ও বেঞ্চ তৈরি করল এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ কলকাতা পৌরনিগমকে উপহার দেওয়া হল সেগুলি ৷

Mayor Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 8:25 PM IST

কলকাতা, 26 নভেম্বর:পরিবেশবান্ধব উপহার পেল কলকাতা পৌরনিগমের কর্মীরা ৷ ফেলে দেওয়া প্লাস্টিক বোতল থেকে তৈরি হয়েছিল সুতো । সেই সুতো দিয়েই প্রায় 500টি জ্যাকেট তৈরি করে পৌরনিগমের কর্মীদের উপহার দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা । শনিবার সেগুলি তুলে দেওয়া হয় মেয়র ফিরহাদ হাকিমের হাতে ৷ শুধু তাই নয়, উদ্যানে আসা শিশু থেকে মানুষজন যাতে বসতে পারেন তার জন্য তৈরি হয়েছে বেঞ্চ ৷ ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যের থেকে তৈরি করা 10টি বেঞ্চও পৌরনিগমকে উপহার দিয়েছে ওই সংস্থা । নাগরিকদের ব্যবহারের জন্য সেগুলি রাখা হবে কলকাতা পৌর উদ্যানগুলিতে ।

দিন দিন শহরে বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা ৷ পরিবেশ দূষণে লাগাম টানতে তাই বিভিন্ন ক্ষেত্রেই নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন । তেমনই একটি হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা । সেই কঠিন বর্জ্য একাংশ পুনর্ব্যবহারযোগ্য করে তোলা কাজ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা করে চলেছে । সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা সমস্ত ধরনের প্লাস্টিক বর্জ্য নানা প্রক্রিয়ার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে । তেমনই একটি সংস্থা আজ পৌর কর্মীদের প্লাস্টিক বোতলের থেকে তৈরি করা সুতো দিয়ে বনা 500টি জ্যাকেট উপহার দিয়েছে ।

মেয়র ফিরহাদ হাকিমের হাতে তুলে দেওয়া হয় সেগুলি

স্বেচ্ছাসেবী সংস্থার কোঅর্ডিনেটর তুলিকা ঠাকুর বলেন, "আমরা দেশ জুড়ে মানুষকে প্লাস্টিক বর্জ্য ও সমস্ত ধরনের কঠিন বর্জ্য নিয়ে সচেতন করছি । পরিবেশে সেগুলোর ক্ষতিকারক প্রভাব তুলে ধরছি । পাশাপশি সেগুলো যাতে পৃথকীকরণ করে দেওয়া হয়, সেই বার্তাও দিচ্ছি । কারণ স্বাভাবিকভাবে থাকলে পরিবেশে এগুলো ক্ষতি করবে ৷ তবে প্রক্রিয়াকরণ করে পুনর্ব্যবহারযোগ্য করে তুললে আমদের কাজে লাগবে । আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্রিকেট বিশ্বকাপে প্রচার চালিয়েছি । দেশের 10টি শহরে প্রচার করেছি ।"

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট ও বেঞ্চ উপহার পৌরনিগমকে

জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমে আনুষ্ঠানিকভাবে মেয়রের হতে এই উপহার তুলে দেওয়া সচেতনতা প্রচারের একটি অংশ । এই জ্যাকেটগুলি মুম্বইতে তৈরি করে আনা হয়েছে কলকাতায় । বিশ্বকাপ পর্বে 90 হাজার 904 কেজি সলিড ওয়েস্ট রিসাইকেলিং করেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা ।

আরও পড়ুন:

  1. কলকাতার বাতাসে বাড়ল দূষণ, শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ার আশংকায় পরিবেশবিজ্ঞানীরা
  2. শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও দমবন্ধ হতে পারে ! দূষণমুক্ত করুন এই উপায়ে
  3. দূষণ থেকে রক্ষা করতে সহায়ক গুড়, জেনে নিন এর কিছু গুণাগুণ

ABOUT THE AUTHOR

...view details