কলকাতা, 18 অগস্ট : শহরের অবৈধ নির্মাণ ভাঙতে কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি হল উচ্চ পর্যায়ের এক কমিটি । লালবাজারের পক্ষ থেকে একজন সিনিয়র আইপিএস এবং কলকাতা পৌরনিগমের ডিজে বিল্ডিংয়ের উপস্থিতিতে এই অভিযান চলবে শহরে । মঙ্গলবার শহরে অবৈধ নির্মাণ রুখতে পৌরনিগমের সদর দফতরের যুগ্ম নগরপালের সঙ্গে বৈঠক করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।
বৈঠক শেষে তিনি জানান, অনেক সময় অবৈধ নির্মাণের খবর থাকলেও পুলিশ প্রশাসনের উদ্যোগের অভাবে সেই অবৈধ বাড়িগুলো নির্মাণ হয়ে যায় । পরে সেই বাড়িগুলোতে বাসিন্দারা চলে আসার পর বাড়ি ভাঙার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় প্রশাসনকে । সেই অবৈধ নির্মাণকে নিয়ে শুরু হয় আইনি জটিলতা । তাই সমস্ত জটিলতা রুখতে শহরে কোনওরকম অবৈধ নির্মাণের আগেই তা বন্ধ করতে হবে ।
ফিরহাদ হাকিম বলেন, "কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিক ও পুলিশ আইপিএসদের নেতৃত্বে তৈরি হওয়া এই কমিটির হাতে থাকবে সর্বোচ্চ ক্ষমতা । এমনকি অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকেরও অনুমতি নিতে হবে না । অবৈধ নির্মাণের তালিকা নিয়ে এই কমিটি অভিযান চালাবে । কয়েকদিন আগেই অবৈধ নির্মাণ রুখতে কলকাতা পৌরনিগমের তরফে বোরো ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ "