পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওয়েভার স্কিমে 1200 কোটি টাকা বকেয়া সম্পত্তি কর আদায় হল কলকাতা পৌরনিগমের - kolkata municipal corporation waiver scheme

বকেয়া সম্পত্তি কর আদায় করার জন্য কলকাতা পৌরনিগম শুরু করেছিল ওয়েভার স্কিম ৷ গত বছরের 1 অক্টোবর থেকে শুরু হওয়া স্কিমের মেয়াদ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল ৷ করোনায় লকডাউনের জন্য মানুষের হাতে টাকা না থাকলেও এই সুবিধের ফলে প্রায় 1200 কোটি টাকা আদায় করেছে পৌরনিগম ৷

কলকাতা পৌরনিগমের ওয়েভার স্কিম
কলকাতা পৌরনিগমের ওয়েভার স্কিম

By

Published : Jun 2, 2021, 1:36 PM IST

কলকাতা, 2 জুন : অবশেষে ওয়েভার স্কিমের অবসান করল কলকাতা পৌরনিগম । গত বছরের 1 অক্টোবর থেকে কলকাতা পৌরনিগম বকেয়া সম্পত্তি কর আদায় করতে এই স্কিম শুরু করেছিল । 31 মে তা বন্ধ করে দেয় পৌরনিগম ।

এই স্কিমের শুরুতে 100 শতাংশ ছাড় ও জরিমানাতেও 100 শতাংশ ছাড় দেওয়া হয়েছিল । 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ সুবিধা দেওয়া হলেও পরে মার্চ পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হয় । মার্চ মাস অবধি এই সুবিধায় বকেয়া কর আদায় হয় 319 কোটি 95 লাখ 25 হাজার 777 টাকা । আর এপ্রিল মিলিয়ে গত সাত মাসে 535 কোটি 75 লক্ষ 42 হাজার 656 টাকা অনাদায়ী সম্পত্তি কর আদায় করেছে কলকাতা পৌরনিগম ।

এরপর এপ্রিল মাস ও মে মাসে ওয়েভার স্কিমের ছাড় কমিয়ে 60 % করা হয়। গত দু-মাসে অনাদায়ী সম্পত্তি কর আদায় হয়েছে 4 কোটি 28 লক্ষ 65 হাজার 969 টাকা । এর সঙ্গে সাসপেন্স খাতে বকেয়া কর জমা হয়েছে 211 কোটি 15 লক্ষ 50 হাজার 914 টাকা । সব মিলিয়ে প্রায় 70 হাজার নাগরিক তাদের ওয়েভার স্কিম-এর অন্তর্গত সম্পত্তির কর জমা দিয়েছেন । তবে কলকাতা পৌর সংস্থার অনাদায়ী সম্পত্তি কর আদায়ের যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল, তা পূরণ হয়নি । কলকাতা পৌরনিগমের সূত্রের খবর ওয়েভার স্কিম ঘোষণার পর যেভাবে সাড়া ফেলেছিল, ফল ততটা আশাপ্রদ হয়নি ।

আরও পড়ুন : করোনায় আঁধার নেমেছে বাড়ি গিয়ে পরিষেবা প্রদানকারীদের জীবনে

তবে কলকাতা পৌরনিগমের পুরপ্রশাসকদের দাবি ঘোষণা করার পর নজিরবিহীন সম্পত্তি কর আদায় করা গিয়েছে ৷ তার পরিমাণ প্রায় 1200 কোটি টাকা ৷ করোনা পরিস্থিতিতে পুর-পরিষেবা সঠিকভাবে পরিচালনা করতে বকেয়া সম্পত্তি কর আদায় করা প্রয়োজন ছিল । তবে দীর্ঘদিন লকডাউন চলায় মানুষের হাতে যথেষ্ট পরিমাণে অর্থ নেই, অনেকেই জীবিকা হারিয়েছেন । এই পরিস্থিতিতে যে পরিমাণে অর্থ আদায় হয়েছে তাতেই উচ্ছ্বসিত পুরকর্তারা ।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতায় এখনও বহু সম্পত্তি আইনি জটিলতার মধ্যে রয়েছে। অনেক জায়গায় পারিবারিক বিবাদ জড়িয়ে রয়েছে । বেশ কিছু সম্পত্তিকে এখনও করের আওতায় আনা সম্ভব হয়নি । কিছু বাড়িকে বেআইনিভাবে বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে । এরকম নানাবিধ সমস্যাগুলি কাটিয়ে ফেলতে পারলে আগামী দিনে আরও বেশি পরিমাণে কর আদায় করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি । সেই সঙ্গে মানুষের হাতে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় অনেকের ইচ্ছা থাকলেও বকেয়া সম্পত্তি কর জমা দিতে পারেনি ৷

ABOUT THE AUTHOR

...view details