- পৌরভোটে তৃণমূলের বেলাগাম সন্ত্রাসের অভিযোগ আনলেন 71 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কেকা মিত্র ৷ দিনভর ভোট লুটের অভিযোগ এনেছেন তিনি । তার প্রতিবাদেই শেষমেষ ভোট থেকে সরে দাঁড়িয়েছেন কেকা মিত্র । এদিন দুপুরে তাঁরা এই সিদ্ধান্ত নেন । প্রতিবাদে এলাকায় মিছিলও করেন ৷ পুলিশ প্রথমে মিছিলে বাম কর্মীদের আটকায় ৷ পরে তাঁদের গ্রেফতার করে ।
KMC Election 2021 : পৌরভোট থেকে সরে দাঁড়ালেন 71 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কেকা মিত্র
18:00 December 19
লক্ষ্য ছোট লালবাড়ি দখল ৷ সেই লক্ষ্যেই আজ কলকাতায় শুরু পৌর নির্বাচন ৷ রবিবার ছুটির দিন কলকাতা পৌরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে তিলোত্তমাবাসী ৷ নির্বাচন ঘিরে গোটা শহর জুড়ে নিরাপত্তায় কড়াকড়ি ৷ মোট বুথ রয়েছে 4959টি ৷ সংবেদনশীল বুথের সংখ্যা 1139টি ৷ নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনওরকম নিরাপত্তার ফাঁক না থাকে, সে বিষয়ে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন ।
17:29 December 19
- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 65.41 শতাংশ ৷
17:26 December 19
- কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে তালাবন্ধ বিজেপি বিধায়করা ৷
16:21 December 19
- বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ল 52.25 শতাংশ ৷
16:07 December 19
- মিত্র ইস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, "এখানে উৎসবে মেজাজে ভোট হচ্ছে ৷"
15:25 December 19
- রাজ্য সরকারকে আক্রমণ করে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লিখলেন, "গণতন্ত্রের উপহাস ৷ রাজ্য নির্বাচন কমিশন, কলকাতা পুলিশ এবং সৌরভ দাসের তত্ত্বাবধানে ভোট লুটের উদাহরণ সামনে ৷ ভোটারদের ভোট রহস্যজনকভাবে দেওয়া হয়ে যাওয়ায় তাঁদের অন্যের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ৷ এরকম হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে।" এদিন সন্ধ্যা ছ'টা নাগাদ রাজভবনে স্মারকলিপি জমা দেবেন শুভেন্দু ৷
14:58 December 19
- টাকি বয়েজ স্কুলের ঘটনায় একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷
14:21 December 19
- অশান্তিতে তৃণমূল জড়িত থাকলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে ৷ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে 'অজুহাত' বললেন তিনি ৷
14:08 December 19
- বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে মানুষ নেই ৷ তাই তারা এত অভিযোগ করছে, ধরনা দিচ্ছে ৷ এভাবেই বিরোধীদের সমালোচনা করলেন প্রাক্তন মেয়র তথা এবারের তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম ৷
14:06 December 19
- বেলা বাড়ার সঙ্গে বাড়বে ভোটদানের হার ৷ 100 নম্বর ওয়ার্ডের নাকতলা শিশু ভারতী স্কুলে ভোট দিয়ে বেরিয়ে বললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
14:05 December 19
- 101, 102, 110 ও 109 নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলেছে সিপিএম ৷
13:34 December 19
- দুপুর একটা পর্যন্ত ভোটের হার 37.89 শতাংশ ৷
13:23 December 19
- "নির্বাচনের নামে প্রহসন হচ্ছে ৷ পুলিশ ভয়ে কিছু বলছে না ৷" কলকাতা পৌরভোটের অশান্তি নিয়ে ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরে সাংসদ তথা এরাজ্যের বিজেপির সহ সভাপতি অর্জুন সিং ৷
12:53 December 19
- সস্ত্রীক ভোট দিয়ে পৌরভোটে হিংসা নিয়ে রাজ্যকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ স্ত্রীকে নিয়ে ভোটদানের পর সাংবাদিকদের সামনে তিনি উষ্মা প্রকাশ করেন তিনি ৷
12:33 December 19
- "দিওয়ালির পর এবং বড়দিনের আগে আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি ৷ শেষ 10 বছরে যেভাবে আমরা কাজ করেছি তাতে মানুষের সমর্থন আমাদের দিকেই থাকবে ৷ তৃণমূল কংগ্রেস রেকর্ড মার্জিনে জিতবে ৷" ভোট দিয়ে বেরিয়ে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷
12:31 December 19
- সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে যেভাবে ভোট হচ্ছে তাতে আমি খুশি ৷ ভোট দিয়ে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
12:22 December 19
- কলকাতা পৌর নির্বাচনে হিংসার প্রতিবাদে দুপুর 1টার থেকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ৷ ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷
12:21 December 19
- কালিকাপুর এফপি স্কুলে 8-14 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ৷
12:19 December 19
- 109 নম্বর ওয়ার্ডের সবকটি বুথে কবজার অভিযোগ তুলেছে বিজেপি ৷ অভিযোগ 19 নম্বর বুথের বিজেপি এজেন্টকে মারধর করে বাইরে বের করে দেওয়া হয়েছে ৷
11:37 December 19
- সকাল 11টা পর্যন্ত কলকাতা পৌরভোটে ভোটের হার 19.35 শতাংশ ৷
11:27 December 19
- শিয়ালদহে টাকি হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত একজন ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ৷
11:26 December 19
- বেহালা পূর্ব বিধানসভার 121 নম্বর ওয়ার্ডের বুথ নম্বর 1 ও 2 তে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ বুথের সামনে তৃণমূলের এজেন্টরা তৃণমূল প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায়ের নাম লিখে ঘুরে বেড়াচ্ছে ৷ তবে অভিযোগ মানতে অস্বীকার করেছে তৃণমূল ৷
11:03 December 19
- 36 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ ৷ খান্না হাইস্কুলের বুথের সামনে বোমাবাজির ঘটনার পর ভোটার শূন্য হয়ে যায় এলাকা ৷
11:02 December 19
- তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ 100 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ৷ রামগড় এলাকায় তাঁকে হেনস্থা করার অভিযোগ ৷
10:57 December 19
- 101, 102 এবং 110 নম্বর ওয়ার্ডে অবাধ ছাপ্পা ভোটের অভিযোগ ৷ ভোট লুঠের প্রতিবাদে সিপিএম প্রার্থীরা বাঘাযতীন মোড়ে রাস্তা অবরোধে সামিল হন ৷
09:49 December 19
- বুথের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ তুললেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা 68 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় ৷ পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি ৷
09:35 December 19
- একে শীত তায় আবার ছুটির দিন ৷ সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল মাত্র 9.09 শতাংশ ৷
09:21 December 19
- 124 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শংকর শিকদার ৷
09:18 December 19
- 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ রিপোর্ট তলব কমিশনের ৷
09:01 December 19
- বাগবাজারে বিজেপি প্রার্থী ব্রজেশ্বর ঝার সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ৷ তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷
09:01 December 19
- দক্ষিণ কলকাতায় 69 নাম্বার ওয়ার্ডে ভোটের দিন দেখা গেল অন্য ছবি ৷ ফাঁকা রাস্তায় ক্রিকেটে মজলেন স্থানীয় যুবকরা ৷
08:44 December 19
- 58 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷
08:38 December 19
- সকাল 11টায় সস্ত্রীক ভোট দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
08:37 December 19
- 9 নম্বর ওয়ার্ডের একটি বুথে পোলিং এজেন্ট বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা ৷
08:35 December 19
- ভোটকেন্দ্র থেকে সিপিএমের পার্টি সদস্য আশিস সিংহকে বের করে দেওয়ার অভিযোগ ৷ 1 নম্বর ওয়ার্ডের উত্তরায়ন কমিউনিটি হলের 5 নম্বর বুথের ঘটনা ৷
08:34 December 19
- 101 নম্বর ওয়ার্ডের কেন্দুয়া গার্লস স্কুলের বুথ দখলের অভিযোগ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ৷
08:32 December 19
- 73 নম্বর ওয়ার্ডের জয় হিন্দ ভবনে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল প্রার্থীর ছবি ও পোস্টার ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
07:41 December 19
- 20 নম্বর ওয়ার্ডের কোনও বুথে বিরোধী দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ এমনই অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ রাতভর বাড়ি বাড়ি গিয়ে শাসকদলের বিরুদ্ধে হুমকির অভিযোগ ৷
07:37 December 19
- 4 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের দুটি বুথে ইভিএম বিকল ৷
07:03 December 19
- ঘড়ির কাঁটা সকাল সাতটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল ভোটগ্রহণ ৷
06:40 December 19
- ভোটের আগের রাতে 91 নম্বর ওয়ার্ডের সিপিএমের বুথ এজেন্টকে গুলি করে খুনের হুমকি ৷ অভিযোগ শাসক দলের এক কর্মীর বিরুদ্ধে ৷
06:40 December 19
- শহরের আইনশৃঙ্খলায় যাতে কোনওরকম বড় সমস্যা না হয়, তা নিশ্চিত করতে প্রায় সমস্ত রাস্তাগুলিতেই নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ ।
06:22 December 19
- সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ ৷ কলকাতা পৌর নির্বাচনে মোট বুথের সংখ্যা 4959 । তার মধ্যে প্রধান বুথ 4739, অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথের সংখ্যা 220 ।