পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Tax Collection: বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের

একলপ্তে 43 কোটি টাকা এল কলকাতা কর্পোরেশনের কোষাগারে ৷ বকেয়া সম্পত্তি কর আদায়ে নজির পৌরনিগমের ৷

property tax
কলকাতা পৌরনিগম

By

Published : Apr 25, 2023, 9:07 PM IST

একলপ্তে 43 কোটি টাকা কর আদায় পৌরনিগমের

কলকাতা, 25 এপ্রিল: কলকাতা পৌরনিগমের কোষাগারের বেহাল অবস্থার কথা সবারই জানা । প্রতি বছর বেড়েছে খরচের বহর । আয় হলেও তার তুলনায় ব্যয় বেশি । তবে এমন অবস্থায় সামান্য কিছু টাকা নয়, এক্কেবারে একলপ্তে 43 কোটি টাকা বকেয়া সম্পত্তি কর বাবদ একটি হোটেল সংস্থার থেকে আদায় করল কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ । যা এযাবৎকালীন পৌরনিগমের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, দীর্ঘ দিন যাবৎ বাইপাসের ধারে একটি হোটেল সংস্থা জমি কিনে রেখেছিল । সেখানে একটি বিলাসবহুল পাঁচ তারা হোটেল ও শপিং আর্কেড তৈরির পরিকল্পনা ছিল তাদের । তবে কর সংক্রান্ত আইনি জটিলতার জেরে সবটাই থমকে ছিল এতদিন । আদালতে চলছিল মামলা । সেই আইনি লড়াইয়ের পথ থেকে সরে এসে আলোচনার টেবিলে বসেই মিলেছে সুরাহা । 43 কোটি টাকা কর বাবদ পৌর কোষাগারে জমা করতে চলেছে ওই সংস্থা ।

এই বিষয় মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি একটা কমিটি করেছিলাম কমিশনারের নেতৃত্বে । তারা বকেয়া করদাতাদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়েছেন । 43 কোটি 2টো ভাগে দেওয়ায় রাজি হয়েছেন ওই সংস্থা । টাকা জমা পড়লে আমরা নতুন করে এগ্রিমেন্ট করে দেব ।" পাশাপাশি তিনি জানান, ওই জমিতে পরিকল্পনা অনুযায়ী সংস্থার কাজ বাস্তবায়ন হলে কর্মসংস্থানের সুযোগ হবে । একটা বড় বিনিয়োগ হবে । তিনি আশা করছেন এটাও একটি বড় প্রজেক্ট হবে । এই হোটেল চেন আরও দুটো জমি পেয়েছে ৷ সেখানে তারা বড় বিনিয়োগ করবে বলেও মেয়র জানান । একটা নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে । অন্যটি দিঘাতে ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগম কর আদায়ে বেশি করে জোর দিচ্ছে ৷ যেখানে বড় সম্পত্তি কর বকেয়া রয়েছে সেগুলো চিহ্নিত করে মালিক পক্ষকে ডেকে নিয়ে আলোচনায় বসছে বিভাগের আধিকারিকরা । তারা আদালতের লড়াই থেকে সরে এসে বোঝাপড়ার মাধ্যমে কর মিটিয়ে দেওয়ার কথা জানাচ্ছেন । যদিও মামলাটি জটিল হলে আদালতের ওপর নির্ভর করতে হচ্ছে । বাকি যতটা সম্ভব আইনের মধ্যে থেকে যদি নিষ্পত্তি করা যায়, সেটাই লক্ষ্য রাখা হচ্ছে পৌরনিগমের তরফে ।

আরও পড়ুন:সবুজ রক্ষায় তৎপর কলকাতা পৌরনিগম, ছুটির দিনেও কর্মীদের গাছে জল দেওয়ার নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details