কলকাতা, 16 সেপ্টেম্বর: কলকাতা পৌরনিগম এলাকায় করোনার টিকাকরণের সময়সূচির বদল করা হল । আজ সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত দেওয়া হবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ । দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দেওয়া হবে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ । শহরে দ্বিতীয় ডোজের টিকাকরণ আরও বেশি মাত্রায় করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । গতকাল কলকাতা পৌরনিগমে করোনার রিভিউ মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রাপকদের মধ্যে টিকা নেওয়ার অনীহা তৈরি হয়েছে । অনেক সময়ই দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজের প্রাপকরা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজের টিকা নিতে যাচ্ছেন না । কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে শহরকে সুরক্ষিত রাখতে সকলের করোনার দুটি ডোজের টিকা নেওয়া অত্যন্ত আবশ্যিক । সেক্ষেত্রে শহরের নাগরিকদের কাছে করোনার দ্বিতীয় ডোজের গুরুত্ব বাড়াতে টিকাকরণের সময়সূচির পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার থেকে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকাকরণই করা হবে । এরপর দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেওয়া হবে ।