কলকাতা, 13 জুন: ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের আওতাভুক্ত না-হলে প্রতি বছর নাগরিকদের বাড়বে 5 শতাংশ করে কর ৷ রাজ্যপালের এই অনুমোদন মিলল বিলে ৷ কলকাতায় নয়া কর ব্যবস্থা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট (ইউএএ) চালু হয়ে বেশ কয়েক বছর অতিক্রান্ত হতে চলল। তবু এখনও সিংহভাগ করদাতা নয়া কর ব্যবস্থায় নিজের নাম নথিভুক্ত করেননি। বারে বারে করদাতাদের আবেদন করা হয়েছে নয়া পদ্ধতিতে নাম লেখানোর। তবে উদাসীন মনোভাব তাঁদের। আর ওই সমস্ত নাগরিকদের জন্য এবার দুঃসংবাদ।
নতুন কর ব্যবস্থায় নথিভুক্ত না-হলে প্রতি বছর মোট করের 5 শতাংশ হারে কর বাড়বে। এই মর্মেই কলকাতা কর্পোরেশন একটি আইন করতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠালে শেষমেশ অনুমোদন তিনি তা দিয়েছে। আর সেই আইন অনুমোদিত হওয়ার পর বিষয়টি চলতি মাসের শুরুতেই কলকাতা কর্পোরেশন লাগু করে দিয়েছে। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বিলটির নাম হল 'দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল' 2022।