কলকাতা,9 ডিসেম্বর : প্রচণ্ড শীতেও ফুটপাতে রাত কাটাতে হয় অনেককে । শীতের মরশুমে তাদের যাতে রাস্তায় শুতে না হয়, তার জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করতে চলেছে কলকাতা পৌরনিগম ।
কলকাতার ফুটপাতবাসীর জন্য বাড়ছে নাইট শেল্টারের সংখ্যা - কলকাতা পুর নিগম নাইট শেল্টার
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এই শেল্টারে কাজ করার পাশাপাশি বসবাসও করতে পারবে ফুটপাতের মানুষজন । অসহায় মানুষদের শীতের রাতে খোলা আকাশের নিচে আর শুতে হবে না ।"
মেয়র ফিরহাদ হাকিম
পাশাপাশি তিনি বলেন, " BPL তালিকা ফের তৈরি করা হবে । কর্মরত সদস্য মারা যাওয়ায় অনেক পরিবারকে BPL তালিকাভুক্ত করা হয়েছে । আবার অনেকের কর্মসংস্থানের উন্নতি হওয়ায় তাঁরা APL তালিকায় চলে এসেছে । তাই নতুন করে তালিকা সংশোধন করার প্রয়োজন পড়েছে । প্রতিবছরই BPL তালিকা সংশোধন নিয়ে প্রস্তাব দেওয়া হবে । এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাও হয়েছে । বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে নতুন করে BPL তালিকা সংশোধন করা হবে ।"