কলকাতা, 19 জানুয়ারি:আসন্ন সাধারণতন্ত্র দিবসে (Republic Day Parade) কলকাতার রেড রোডে আর দাপিয়ে বেড়াতে দেখা যাবে না কলকাতা পুলিশের শতাব্দী প্রাচীন ঘোড়সওয়ার পুলিশ বা মাউন্টেড পুলিশ বাহিনীকে (Kolkata Mounted Police)। আচমকা এই সিদ্ধান্ত নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷ গত বছর রাজ্যপালের দিকে পশ্চাদদেশ দেখানোর জেরেই কি এ বারের সাধারণতন্ত্র দিবসের আসর থেকে বঞ্চিত থাকতে হচ্ছে মাউন্টেড পুলিশ বাহিনীকে (Kolkata Mounted Police dropped from Parade)?
কী হয়েছিল গত বছর প্রজাতন্ত্র দিবসে ? রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ৷ সার বেঁধে বসে আছেন বিশিষ্ট্য ব্যক্তিরা ৷ আর তাঁদের একে একে কুর্নিশ করছে কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন বাহিনী ৷ তাল কাটল যখন এগিয়ে এল কলকাতা পুলিশের শতাব্দী প্রাচীন ঘোড়সওয়ার পুলিশ বা মাউন্টেড পুলিশ বাহিনী । তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সামনে এসে কিছুতেই তাঁর দিকে মুখ ফেরাল না একটি ঘোড়া ৷ সওয়ারের নানা প্রচেষ্টা সত্ত্বেও ঘোড়াটি রাজ্যপালের দিকে নিজের পশ্চাদদেশ ফিরিয়ে রাখে ।
এই ঘটনা শোরগোল ফেলে দেয় রাজনৈতিক মহলে: এই ঘটনার পরেই শুরু হয়ে যায় রাজনীতির কুটকাচালি । প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কলকাতা পুলিশের শতাব্দী প্রাচীন এই বিশেষ বাহিনীকে । তাহলে কি কলকাতা পুলিশের ঘোড়ার হ্যান্ডেলাররা যথেষ্ট দক্ষ নন ? এই প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে ৷ এই ঘটনার পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয় লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের ৷ প্রশ্ন ওঠে মাউন্টেড পুলিশের রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ নিয়ে ।
গত বছরের ঘটনার জেরেই বাদ ঘোড়া পুলিশ ? এই বিষয়ে রাজ্যের বিরোধী দলগুলি একাধিক মন্তব্যে সরগরম করে তোলে সোশ্যাল মিডিয়া ৷ যার ফলে পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে যায় । লালবাজারের আইপিএস মহলের এক অংশের দাবি, খুব সম্ভবত এই ঘটনার জন্যই এ বার সাধারণতন্ত্র দিবসে কলকাতা পুলিশের শতাব্দী প্রাচীন এই বিশেষ বাহিনীকে কুচকাওয়াজে আর দেখা যাবে না ।