কলকাতা, 8 জুন :রবিবার অর্থাৎ 19 জুন রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা । পরীক্ষার্থীদের সুবিধার্থে তাই এদিন বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata metro will make run extra trains on june 19)। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ।
পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ওইদিন চালানো হবে মেট্রো । 19 জুন প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 8.30 থেকে । পাশাপাশি বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও । সাধারণত রবিবার 130টি পরিষেবা থাকে । তবে পরীক্ষার জন্য বাড়তি চারটি পরিষেবা দেওয়া হচ্ছে । অর্থাৎ, সারাদিনে চলবে মোট 134টি (67 আপ ও 67 ডাউন) মেট্রো । মোট সংখ্যার মধ্যে 129টি কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত করবে । সকালবেলায় ও বিকেলের দিকে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 10 মিনিট ।