কলকাতা, 8 ডিসেম্বর: আসছে বড়দিন! তার আগেই কলকাতা মেট্রোর জোড়া চমক ৷ নবরূপে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর টোকেন (Kolkata Metro Tokens Get New Look) ৷ নতুন রূপের প্রথম টোকেনটি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এক যাত্রীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি এই প্রথমবার একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে পার্ক স্ট্রিট স্টেশনে একটি কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন (Organized a Cake Mixing Event at Park Street Station) করা হল।
টোকেন ব্র্যান্ডিং-এর জন্য দু'টি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। চলতি বছরের অগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডিং-সহ টোকেনের টেমপ্লেট প্রকাশ করা হয়। তবে এবার থেকে টিকিট কাউন্টার থেকে মিলবে এই টোকেনগুলি। কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, প্রথম পর্যায়ে নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট এবং দ্রুত যে জোকা-তারাতলা অংশ শুরু হতে চলেছে তাতে সবমিলিয়ে প্রায় দু'লক্ষ টোকেন দেওয়া হবে।
আরও পড়ুন:জোকা তারাতলা মেট্রো লাইনের জন্য প্রস্তুত অত্যাধুনিক মেধা রেক
তিনি আরও জানিয়েছেন, গত দু'বছর অতিমারির কারণে ব্যাপকভাবে ধাক্কা এসেছে মেট্রোর আয়ে। কমে গিয়েছিল যাত্রী সংখ্যাও। কলকাতা মেট্রোর আয় বাড়াতে মেট্রো কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে। এর ফলে বার্ষিক আয় বৃদ্ধি পাবে অনেকটাই। তাই মেট্রো কর্তৃপক্ষ আবার ঘুরে দাঁড়াতে একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে এই ধরনের ব্র্যান্ডিং-এর চুক্তি সই করে। সম্প্রতি নর্থ-সাউথ করিডোরে মেট্রো আবার 6 লক্ষেরও বেশি যাত্রীসংখ্যা ছুঁয়েছে ৷ এর ফলে স্বাভাবিকভাবেই কিছুটা আয়ের নিরিখে লাভবান হয়েছে কলকাতা মেট্রো।
নব কলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর টোকেন ঠিক একইভাবে কয়েকদিন আগে মেট্রোর স্মার্ট কার্ডও সেজে উঠেছে নতুন রূপে। দেশের 75 তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের স্মরণীয় করে রাখতে মেট্রো স্মার্ট কার্ডে রয়েছে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর লোগো। টোকেনের মতো নর্থ-সাউথ এবং ইস্ট ওয়েস্ট দুই মেট্রো করিডোরের পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা যায় বিশেষ এই স্মার্ট কার্ড। পাশাপাশি এই প্রথমবার মেট্রোরেল কর্তৃপক্ষ পার্ক স্ট্রিট স্টেশনে একটি কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন:নিউ গড়িয়া-রুবি রুটে ছুটল মেট্রো, সফল ট্রায়াল রান