কলকাতা, 17 জানুয়ারি: আগামী মঙ্গলবার অর্থাৎ, 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ব্লু লাইনে সারাদিনে চলবে 234 টি মেট্রো। বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ।
আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। 1897 সালে এই দিনে ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এখনও মানুষকে অনুপ্রেরণা জোগায়। তাই নেতাজি জন্মজয়ন্তী সমগ্র দেশ তথা বাংলার কাছে একটা বাড়তি আবেগ বহন করে।
আগামী 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি। ওই দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে সারাদিনে 288টি'র পরিবর্তে চলবে 234টি মেট্রো। এর মধ্যে 117 টি আপ ও 117 টি ডাউন পরিষেবা থাকছে । ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 6টা 50 মিনিটে। শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টা 35 মিনিটে।
প্রথম পরিষেবার সময়:
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো চলবে সকাল 6টা 50 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে ।
দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।