পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার নেতাজি জন্মজয়ন্তীতে কম থাকছে পরিষেবা, ঘোষণা কলকাতা মেট্রোর - কলকাতা মেট্রো

Kolkata Metro: আগামী মঙ্গলবার অর্থাৎ 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ব্লু লাইনে সারাদিনে চলবে 234 টি মেট্রো পরিষেবা । বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ।

Kolkata Metro
আগামী মঙ্গলবার ছুটির দিন কমছে মেট্রো পরিষেবা

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 9:53 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: আগামী মঙ্গলবার অর্থাৎ, 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ব্লু লাইনে সারাদিনে চলবে 234 টি মেট্রো। বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। 1897 সালে এই দিনে ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এখনও মানুষকে অনুপ্রেরণা জোগায়। তাই নেতাজি জন্মজয়ন্তী সমগ্র দেশ তথা বাংলার কাছে একটা বাড়তি আবেগ বহন করে।

আগামী 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি। ওই দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে সারাদিনে 288টি'র পরিবর্তে চলবে 234টি মেট্রো। এর মধ্যে 117 টি আপ ও 117 টি ডাউন পরিষেবা থাকছে । ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 6টা 50 মিনিটে। শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টা 35 মিনিটে।

প্রথম পরিষেবার সময়:

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো চলবে সকাল 6টা 50 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে ।

দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টায়। সময় অপরিবর্তিত থাকছে ।

দিনের শেষ পরিসেবার সময়:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে ।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে ।

কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে ।

আরও পড়ুন:

  1. বর্ষবরণের রাতে মেট্রোয় আঁটোসাঁটো নিরাপত্তা, মোতায়েন বাড়তি কর্মী
  2. বড়দিনে যাত্রী সুবিধায় গ্রিনলাইনে পরিষেবা বাড়াল কলকাতা মেট্রো, জারি বিজ্ঞপ্তি
  3. ভাইফোঁটার দিন ব্লু লাইনে কমানো হচ্ছে মেট্রো, প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত

ABOUT THE AUTHOR

...view details