পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা - kolkata metro set to increase service from monday

আগামী সোমবার অর্থাৎ 28 মার্চ থেকে আবারও বাড়ছে মেট্রো রেলের সংখ্যা (kolkata metro set to increase service from monday) ৷ সারাদিনে চলবে 284টি মেট্রো ৷

Metro Rail Service
Metro Rail Service

By

Published : Mar 24, 2022, 10:44 PM IST

কলকাতা, 24 মার্চ : রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে জনজীবনও আগের মত স্বাভাবিক ছন্দে ফিরেছে ৷ ইতিমধ্যে নাইট কার্ফু ছাড়া মোটামোটি বাকি বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে ৷ মার্চ মাসের শুরু থেকেই পাল্লা দিয়ে গরম বাড়ছে ৷ আর তার সঙ্গে সঙ্গে বাড়তে চলেছে এবার মেট্রোর সংখ্যাও ৷

আগামি সোমবার অর্থাৎ 28 মার্চ থেকে আবারও বাড়ছে মেট্রো রেলের সংখ্যা বলে মেট্রো সূত্রে জানা যাচ্ছে (kolkata metro set to increase service from monday) । নর্থ সাউথ মেট্রোর ক্ষেত্রেও দিনে দিনে বাড়ছে যাত্রী সংখ্যা । অন্যদিকে গরম পড়ার সঙ্গে সঙ্গে পথের যানজট ও গরম এড়িয়ে গন্তব্য দ্রুত পৌঁছে যেতে মেট্রোর বিকল্প নেই । বছরের এই সময় তাই মেট্রোয় ভিড় থাকে প্রচুর । তাই সব দিক বিবেচনা করে সে কথা মাথায় রেখেই এবার সারাদিনে চলবে 284টি ট্রেন বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের নতুন জেনারেল ম্যানেজার অরুণ অরোরা ৷

আরও পড়ুন :Tribute To Abhishek Chatterjee : টেকনিশিয়ান জুড়ে তখন শুধুই নিস্তব্ধতা, বিদায় মিঠুদা...

বর্তমানে মেট্রোর সংখ্যা 276 । দিনের ব্যস্ত সময় দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকে প্রায় 5 মিনিটের । পরিষেবা শুরু হয় সকাল 7 টার সময় । দিনের শেষ পরিষেবা পাওয়া যায় রাত 9.30টায় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details