কলকাতা, 20 অক্টোবর:আগামী 27 অক্টোবর অর্থাৎ কলকাতার রোড রোডে দুর্গাপুজো কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের পক্ষ থেকে। দুর্গাপুজো কার্নিভ্যালের দিন মেট্রোর নর্থ-সাউথ করিডোর অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো ৷
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ৷ অন্যান্য বছরের মতো এবারও পুজোর কটাদিন বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ প্রতিবছরের মত এবছরেও দশমীর পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেড রোডে শহরের নামজাদা এবং অত্যন্ত জনপ্রিয় পুজোগুলিকে কার্নিভাল আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ এবছর 27 অক্টোবর রেড রোডে হতে চলেছে সেই দুর্গাপুজোর কার্নিভাল। আর এই কার্নিভাল দেখতে যেমন শহরের মানুষ ভিড় জমান তেমনই শহরতলী এবং দূরদূরান্ত থেকেও আসেন বহু মানুষ । তাই কার্নিভাল দেখে রাতে বাড়ি ফেরার সময় যাতে দর্শনার্থীদের সমস্যায় পড়তে না হয় তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের কাছে ওই দিন অর্থাৎ 27 অক্টোবর মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন করা হয়। আর সেই আবেদনে সাড়া দিয়ে ওইদিন মাঝরাত পর্যন্ত চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:পুজোয় ভিড় সামলাতে মেট্রোয় বাড়তি কাউন্টার, সারা রাত চলবে ট্রেন
27 অক্টোবর (শুক্রবার) নর্থ-সাউথ করিডোরে মেট্রোর সময়সূচি এক নজরে: