পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Service: ট্র্যাক মেরামতির কাজ শুধু রবিবার, রইল মেট্রোর নতুন সময়সূচি - will be disrupted in sundays

এবার থেকে মেট্রো রেলের ট্র্যাক মেরামতির কাজ হবে শুধু রবিবার ৷ তবে যে ক'টি রবিবার পাওয়ার ব্লক নিয়ে কাজ চলবে সেই রবিবারগুলি ব্লু লাইনে পরিষেবা সকাল 9 টার পরিবর্তে শুরু হবে সকাল 10 টায় ৷ আজ থেকেই শুরু নয়া ব্যবস্থা ৷

ETV Bharat
কলকাতা মেট্রো

By

Published : Jun 11, 2023, 7:36 AM IST

কলকাতা, 11 জুন: ব্লু লাইনে নির্ধারিত সময় অনুযায়ী ফিরছে মেট্রোরেল ৷ মেট্রোর ট্র্যাক মেরামতির কাজের জন্য গত একমাস প্রতি সপ্তাহান্তে চলেছে কাজ ৷ তাই শনিবার এবং রবিবার পাওয়ার ব্লক নিয়ে কাজ করতে হচ্ছে ৷ এর ফলে প্রতি শনি-রবি কলকাতা মেট্রো রেলের নর্থ-সাউথ শাখায় মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল ৷ এবার কাজ প্রায় শেষের দিকে ৷ তাই আবার আগের মতো ব্লু লাইনে মেট্রোরেল সময়সূচি মেনেই চলাচল করবে ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

গত 6 মে থেকে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ট্র্যাক মেরামতির কাজ শুরু হয় ৷ তারপর প্রায় এক মাস ধরে এই কাজ হচ্ছে ৷ আজ, রবিবার থেকে ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরবে পরিষেবা ৷ তবে এখনও আরও কিছু কাজ বাকি ৷ তাই এখন থেকে যে ক'দিন কাজ শেষ না-হয়, সেই ক'টা দিন শুধুমাত্র রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে ৷

প্রতি শনিবার ব্লু লাইনে দমদম ও কবি সুভাষ থেকে পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিট থেকেই ৷ পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে পরিষেবা শুরু হবে সকাল 7 টায় ৷ তবে যে ক'টি রবিবার পাওয়ার ব্লক নিয়ে কাজ চলবে সেই রবিবারগুলি ব্লু লাইনে পরিষেবা সকাল 9 টার পরিবর্তে শুরু হবে সকাল 10 টায় ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে গঙ্গার নীচ দিয়ে ছুটল রেক, মেট্রো রেলপথে জুড়ে গেল এপার-ওপার

রবিবার দিনের প্রথম পরিষেবা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো ন'টার পরিবর্তে চালু হবে সকাল দশটা থেকে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো সকাল ন'টার পরিবর্তে শুরু হবে সকাল দশটার সময় ৷ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ন'টার পরিবর্তে শুরু হবে সকাল দশটার সময় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে দিনের প্রথম মেট্রো সকাল ন'টার পরিবর্তে শুরু হবে সকাল দশটার সময় ৷

দিনের শেষ পরিষেবা: কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত যাওয়ার শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ শেষ মেট্রো পাওয়া যাবে রাত ন'টা সাতাশ মিনিটে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ মেট্রো পাওয়া যাবে রাত 9 টা 28 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ৷ কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যেতে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ৷

আরও পড়ুন: জুনেও চলবে মেট্রোর লাইন মেরামতির কাজ, দেখে নিন নতুন সময়সূচি

ABOUT THE AUTHOR

...view details