কলকাতা, 24 অক্টোবর: বৃহস্পতিবার ভাইফোঁটা ৷ এই বিশেষ দিনে যাত্রী সুবিধার্থে সময়সীমা বাড়ছে কলকাতা মেট্রোয় ৷ ওই দিন ভোর থেকেই মিলবে মেট্রো ৷ নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে (Kolkata Metro service on the day of Bhai Phonta) ৷
ভাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে নর্থ-সাউথ মেট্রো করিডোরে সারাদিনে চলবে 234টি মেট্রো (117টি আপ ও 117টি ডাউন ট্রেন) । এইদিন এই রুটে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল সাড়ে 6টা থেকে । পাশাপাশি, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে সারাদিনে চলবে 90টি মেট্রো (45টি আপ ও 45টি ডাউন) । এই রুটে পরিষেবা শুরু হবে সকাল 6টা 55 মিনিট থেকে । প্রতি 20 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে (Kolkata Metro Service) ।
আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগ ! মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের
একনজরে দেখে নেওয়া যাক কিছু তথ্য:
নর্থ-সাউথ করিডোরে 27 অক্টোবর প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 6টা 50 মিনিটে ৷ বৃহস্পতিবার ওই সময়ে দমদম থেকে কবি সুভাষমুখী প্রথম ট্রেন ছাড়বে ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী প্রথম মেট্রোও ছাড়বে ওই একই সময়ে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় ৷ এই রুটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 28 মিনিটে ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে 9টায় ৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ।
ইস্ট ওয়েস্ট মেট্রো (Kolkata East West Metro) করিডোরের ক্ষেত্রে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভমুখী দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 6টা 55 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় ৷ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ওই দিন ছাড়বে রাত 9টা 40 মিনিটে ৷