পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Smart Card: মহার্ঘ মেট্রো চলাচল! পয়লা জুন থেকে বাড়ছে স্মার্ট কার্ডের খরচ - বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের মূল্য

মেট্রোয় নিত্য যাতায়াতের ক্ষেত্রে এবার বড় ধরনের বদল হতে চলেছে ৷ বাড়তে চলেছে স্মার্ট কার্ডের দাম ৷ এই কার্ড করতে হলে আগে একজন যাত্রীকে 120 টাকা খরচ করতে হত ৷ 1 জুন থেকে তা বেড়ে হবে 150 টাকা ৷

ETV Bharat
স্মার্ট কার্ড

By

Published : May 30, 2023, 1:05 PM IST

কলকাতা, 30 মে: বাড়তে চলেছে মেট্রোয় যাতায়াতের খরচ ৷ আগামী 1 জুন থেকে নতুন স্মার্ট কার্ড করতে অতিরিক্ত টাকা দিতে হবে যাত্রীদের ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ জুন মাস থেকে নতুন স্মার্ট কার্ড করতে হলে খরচ পড়বে 150 টাকা ৷ আগে নতুন স্মার্ট কার্ডের জন্য 120 টাকা দিতে হত ৷ এক লাফে স্মার্ট কার্ড করার খরচ বাড়ল 30 টাকা।

জমার 80 টাকা কার্ডের সিকিউরিটি ডিপোজিট হিসেবে কেটে নিত মেট্রো কর্তৃপক্ষ ৷ আর বাকি টাকার সঙ্গে মেট্রোর তরফে 10 শতাংশ যুক্ত করে ভাড়া হিসেবে নেওয়া হত ৷ 1 জুন থেকে এই কার্ড করতে লাগবে 150 টাকা ৷ তবে ঠিক আগের নিয়ম অনুযায়ী স্মার্ট কার্ডের জন্য 80 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে কেটে নেওয়া হবে ৷ আর বাকি যে টাকার সঙ্গে মেট্রোর 10 শতাংশ যুক্ত করে ভাড়ার জন্য ব্যবহার করা হবে ৷

হঠাৎ এই স্মার্ট কার্ডের মূল্য কেন বাড়ানো হল ? এই বিষয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, 120 টাকা দেওয়ার ক্ষেত্রে যাত্রী এবং টিকিট কাউন্টার- দুই পক্ষেরই খুচরো টাকার সমস্যা হয় ৷ কোনও কোনও যাত্রী বড় মূল্যের নোট দিলে কাউন্টার থেকে যাত্রীকে টাকা ফেরত দিতে অসুবিধে হয় ৷ অন্যদিকে, খুচরো টাকা দিতে গিয়ে যাত্রীদেরও বেগ পেতে হয় ৷ তাই 120 টাকার পরিবর্তে 150 টাকা নেওয়ার এই সিদ্ধান্তে দু'পক্ষেরই অনেকটা সুবিধা হবে ৷

আরও পড়ুন: যাতায়াতের পথে কুরিয়ার পরিষেবা, শিয়ালদা মেট্রো স্টেশনে নয়া কাউন্টার

স্মার্ট কার্ডের জন্য অতিরিক্ত টাকা খরচ করার বিষয়টি যাত্রীদের জানানোর উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার থেকে আগামী বেশ কয়েকদিন ধরে এ নিয়ে ঘোষণা করা হবে বিভিন্ন মেট্রো স্টেশনে ৷ যাত্রীদের এই নতুন নিয়ম সম্পর্কে আগে থাকতে অবগত করবে মেট্রো কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details