পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Railway: শীঘ্রই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো ! - ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি

খুবই শীঘ্রই কলকাতা মেট্রোর (Kolkata Metro Railway) পার্পল লাইন (Purple Line)-এর একাংশে অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা চালু করতে পারে কর্তৃপক্ষ ৷ তার জন্য শুরু হয়েছে তৎপরতা ৷

Kolkata Metro Railway likely to start service between Joka and Taratala very soon
Kolkata Metro Railway: শীঘ্রই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো !

By

Published : Oct 31, 2022, 7:37 PM IST

কলকাতা, 31 অক্টোবর: কলকাতা মেট্রোর (Kolkata Metro Railway) পার্পল লাইন (Purple Line)-এর একাংশে অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে দ্রুত পরিষেবা চালু করতে তৎপর কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, এই রুটে পরিষেবা শুরুর ছাড়পত্র পেতে 'কমিশন অফ রেলওয়ে সেফটি' (Commission of Railway Safety) বা সিআরএস (CRS)-এর কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে ৷ প্রশ্ন উঠছে, তবে বছর ঘোরার আগেই জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো চলাচল শুরু হবে ?

এই আবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট অংশে অবিলম্বে মেট্রো চলাচল শুরু করা যায় কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন করবে সিআরএস ৷ পরিদর্শনে তারা সন্তুষ্ট হলে তবেই মিলবে ছাড়পত্র ৷ আর তারপরই সংশ্লিষ্ট রুটে শুরু হবে যাত্রী পরিষেবা ৷ কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার দফতর থেকে এই বিষয়ে আবেদন জানিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে সিআরএস-এর দফতরে ৷ এদিকে, এই রুটে মেট্রো চালুর আবেদন সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট দেখে সিআরএস-এর তরফ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ বলা হয়েছে, সেই পরামর্শ মতো কাজ সম্পন্ন করে ফের রিপোর্ট পাঠাতে হবে ৷ মেট্রো সূত্রে জানা গিয়েছে, রেক বা রোলিং স্টক, অটোমেটিক সিগন‌্যালিংব্যবস্থা, অগ্নি নির্বাপণব্যবস্থা, রেকে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন:আড়াই বছর পর কলকাতা মেট্রোয় 6 লক্ষ পেরল যাত্রী সংখ্যা

প্রসঙ্গত, কলকাতা মেট্রোর এই পার্পল লাইন বেহালার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ স্থাপন করবে ৷ এই রুটে গত 12 বছরে ধরে মেট্রোর কাজ চলছে ৷ যদিও কালীপুজোর আগেই এই অংশের অন্তর্গত জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা শুরু করার পরিকল্পনা ছিল ৷ কিন্তু, তা কার্যকর করা সম্ভব হয়নি ৷ তবে, ইতিমধ্যেই এই রুটে দু'টি ট্রায়াল রানের কাজ সম্পন্ন হয়েছে ৷ দু'টি পুরনো নন এসি রেক ব্যাবহার করে নিয়মিত চলছে পরিষেবা প্রদানের মহড়া ৷ রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited) বা আরভিএনএল (RVNL) কলকাতা মেট্রোর এই অংশের নির্মাণকাজ সম্পন্ন করেছে ৷

কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, বাণিজ্যিকভাবে এই লাইন চালু হলে আপাতত চারটি অত্যাধুনিক মানের রেক যাত্রী পরিষেবা দেবে ৷ যদিও ওই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি (Integral Coach Factory) বা আইসিএফ (ICF) থেকে কলকাতায় এসে পৌছতে আরও কিছুটা সময় লাগবে ৷

ABOUT THE AUTHOR

...view details