কলকাতা, 31 অক্টোবর: কলকাতা মেট্রোর (Kolkata Metro Railway) পার্পল লাইন (Purple Line)-এর একাংশে অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে দ্রুত পরিষেবা চালু করতে তৎপর কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, এই রুটে পরিষেবা শুরুর ছাড়পত্র পেতে 'কমিশন অফ রেলওয়ে সেফটি' (Commission of Railway Safety) বা সিআরএস (CRS)-এর কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে ৷ প্রশ্ন উঠছে, তবে বছর ঘোরার আগেই জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো চলাচল শুরু হবে ?
এই আবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট অংশে অবিলম্বে মেট্রো চলাচল শুরু করা যায় কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন করবে সিআরএস ৷ পরিদর্শনে তারা সন্তুষ্ট হলে তবেই মিলবে ছাড়পত্র ৷ আর তারপরই সংশ্লিষ্ট রুটে শুরু হবে যাত্রী পরিষেবা ৷ কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার দফতর থেকে এই বিষয়ে আবেদন জানিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে সিআরএস-এর দফতরে ৷ এদিকে, এই রুটে মেট্রো চালুর আবেদন সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট দেখে সিআরএস-এর তরফ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ বলা হয়েছে, সেই পরামর্শ মতো কাজ সম্পন্ন করে ফের রিপোর্ট পাঠাতে হবে ৷ মেট্রো সূত্রে জানা গিয়েছে, রেক বা রোলিং স্টক, অটোমেটিক সিগন্যালিংব্যবস্থা, অগ্নি নির্বাপণব্যবস্থা, রেকে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনা হয়েছে ৷