কলকাতা, 9 অক্টোবর:পুজোর আগে খুশির খবর ৷ এবার শুধু টোকেন বা কার্ড নয়, টিকিট কেটেই চড়তে পারবেন মেট্রোতে ৷ নিত্যদিন যাতায়াত করতে পারবেন শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ৷ তবে টোকেন উঠে যাচ্ছে না ৷ টোকেনের পাশাপাশি এবার কাগজ বা পেপার টিকিট চালু করতে চলেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।
পেপার টিকিট চালু করতে চলেছে কলকাতা মেট্রো রেল - কবে থেকে চালু এই পরিষেবা ?
আগামী বুধবার থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই পরিষেবা । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । 11 অক্টোবর থেকে যে কেউ এবার চিকিট কেটে মেট্রো সফর করতে পারবেন ৷
- কোন স্টেশন থেকে মিলবে টিকিট ?
বুধবার থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন থেকে টোকেনের পাশাপাশি পেপার টিকিট চালু করা হবে বলে জানা গিয়েছে ।
- মেট্রোর চড়তে কীভাবে ব্যবহার করবেন টিকিট ?
এই টিকিটে ছাপানো থাকবে কুইক রেসপন্স বা কিউআর কোর্ড । পেপার টিকিটটিকে এএফসিপিসি বা প্রবেশ গেটের স্ক্যানের জায়গায় ছোঁয়াতে হবে ৷ সেখানে ছোঁয়ালেই টিকিটের উপরে দেওয়া কিইউআর কোর্ড স্ক্যান হয়ে গেট খুলে যাবে । আবার একইভাবে স্টেশন ছেড়ে বেরনোর সময় টিকিটটি ব্যবহার করতে হবে ৷ স্ক্যান করে বেরিয়ে সেটিকে জমা দিয়ে তারপর মেট্রো স্টেশন ত্যাগ করতে হবে । একেবারে টোকেনের মতই ব্যবস্থা পেপার টিকিটের ক্ষেত্রেও । এই পেপার টিকিই ইতিমধ্যে চালু হয়েছে অন্যান্য রাজ্যে ৷ ভিন রাজ্যে পেপার টিকিটের ক্ষেত্রে মেট্রো যাত্রীদের মধ্যে বেশ ভালো সাড়া মিলেছে । তাই সেই ভাবনা থেকেই এবার কলকাতা মেট্রো নেটওয়ার্কের ইস্ট ওয়েস্ট বা গ্রিন লাইনে চালু হতে চলেছে এই পরিষেবা ।
আরও পড়ুন:পুজোর কেনাকাটা করতে এবার থাকছে প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা
জানা গিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হবে কিউআর কোর্ড-সহ পেপার টিকিট । এখন শুধুমাত্র টিকিট পাওয়া যাবে শিয়ালদা স্টেশন থেকে । তবে যাওয়া যাবে ওই লাইনের যেকোনও স্টেশনেই । এই পরিষেবায় যাত্রীদের মধ্যে কেমন সাড়া মিলছে, তা দেখে পরে ইস্ট ওয়েস্ট মেট্রোর বাকি স্টেশনেও চালু করা হতে পারে পেপার টিকিট । এমনটাই জানানো হয়েছে মেট্রোর তরফে । সূত্রের খবর, কর্তৃপক্ষের কাছে পেপার টিকিট চালু করার একাধিক আবেদন এসেছে কলকাতা মেট্রোর যাত্রীদের থেকে । তাই টোকেনের পাশাপাশি এবার পেপার টিকিট চালু হতে চলেছে ৷ এর ফলে পেপার টিকিট কিনে সফর করতে চাওয়া যাত্রীদের বাড়তি সুবিধা হবে ।